বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত বেড়ে ১৭

Must read

বৃষ্টি-বন্যার জেরে বিপর্যস্ত উত্তরপ্রদেশ (Uttar Pradesh Floods)। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। বজ্রপাত, জলে ডুবে ও সাপের কামড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে খবর। ১৭ জনের মধ্যে ১০ জনই প্রয়াগরাজ, কৌশাম্বি ও প্রতাপগড়ের বাসিন্দা। এখনও পর্যন্ত জলে ডুবে ১০টি জেলা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সক্রিয় টাস্ক ফোর্স, বাজারে হানা সদস্যদের

বিপদসীমার উপর দিয়ে বইছে জল। কেবল পিলভিট জেলাতেই ২৫২টি গ্রাম জলের তলায়। নেপাল-উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতের (Uttar Pradesh Floods) জেরে সরযূ প্লাবিত নদী। অযোধ্যাতেও একনাগাড়ে চলছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব উত্তরপ্রদেশের বহু অঞ্চলেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Latest article