বঙ্গ

মিলে গেল চিত্রনাট্য, ক্যামেরায় মুখ দেখাতে মৃত ডাক্তারের মাকে ধাক্কা ন্যাড়া নাড়ুর

প্রতিবেদন : শুক্রবার তৃণমূল কংগ্রেস ঠিক যা বলেছিল, নবান্ন অভিযানের নামে ঠিক সেই পরিকল্পিত চিত্রনাট্য হুবহু মিলে গেল। রাজনৈতিক ফায়দা লুটতে আরজি করের নির্যাতিতার বাবা-মাকে ঠিক সেই ভিড়ের মধ্যে ফেলে দিয়ে নতুন নাটক করল বিজেপি (Shame on BJP)। আর এই চিত্রনাট্যের রচয়িতা গদ্দার অধিকারী ও তার সাঙ্গপাঙ্গরা ফ্লাইওভারের নিচে ছায়ায় বসে মিডিয়া ফুটেজ খেল। মিডিয়াতে মুখ দেখিয়ে ফুটেজ খাওয়ার তাগিদে বিজেপির (Shame on BJP) ন্যাড়া নাড়ু নির্যাতিতার মাকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দিতেও পিছপা হল না। টিভি ক্যামেরায় ধরাও পড়ল সেই ছবি। এরপরেও চিৎকার করবে নির্লজ্জ-বেহায়া বিজেপি নেতারা? সুপার ফ্লপ এই নবান্ন অভিযানের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শুক্রবার যা বলেছিলাম ঠিক তাই হয়েছে। এরপর তাঁরই শুক্রবারের সাংবাদিক বৈঠকের অডিও মোবাইলে শোনান কুণাল
ঘোষ৷ সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে, তিনি বলছেন, নির্যাতিতার বাবা-মা দিল্লি ঘুরে এলেন। স্বরাষ্ট্রমন্ত্রী-সিবিআই ডিরেক্টর-রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কেউ তো দেখা করল না। যাদের প্ররোচনায় গেলেন! সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন! এই সব দুষ্টু লোককে আপনাদের ব্যবহার করতে দিচ্ছেন! সিবিআই কাদের? বিজেপির। দিল্লি নেতারা কাদের? বিজেপির। আর আপনি সেই সব দুষ্টু লোকেদের পাল্লায় পড়ে যাচ্ছেন নবান্ন অভিযান করতে! আমি অনুরোধ করব, বিজেপির পাল্লায় পড়ে এসব করবেন না। ভিড়ের মধ্যে বাবা-মা সাবধানে থাকবেন। ওঁদের ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। বিজেপি ভিড়ের মধ্যে কিছু করে ইস্যু করবে। তাঁদের সম্পূর্ণ এসবের বাইরে থাকা উচিত। বাড়ি থেকে বের হওয়া উচিত নয়। ভিড়ের মধ্যে ধস্তাধস্তি করে এঁদের আহত করবে। এরা ওঁদের মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে। অশান্তি করবে। এঁদের সাবধান থাকতে হবে। এরপরই কুণালের তোপ, নির্যাতিতার বাবা-মায়ের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সম্মান আছে। কিন্তু বলেছিলাম বিজেপি তাদের ভিড়ের মধ্যে ফেলে দিয়ে গন্ডগোল-ধস্তাধস্তি করবে। নাটক করবে। তাই-ই করেছে। মিডিয়াকে তাঁর বার্তা, আপনারা আন্তর্জাতিক মানের কভারেজ দেখালেন। এবার ন্যাড়া-নাড়ু মৃতার মাকে ধাক্কা মারছে, গায়ে হাত দিচ্ছে, সেটাও দেখান। স্লো মোশনে দেখান!

আরও পড়ুন- ভাষা-সন্ত্রাস: গান্ধীমূর্তিতে তৃণমূল যুবর ধরনা-প্রতিবাদ

স্পষ্ট অভিযোগ করছি, এটা কোন ভদ্রতা, যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন বিজেপির ন্যাড়া নাড়ু টিভিতে মুখ দেখাতে হবে বলে অভয়ার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে এগোচ্ছে! টিভি ক্যামেরায় মুখ দেখাবে বলে নির্যাতিতার মায়ের গায়ে হাত দিচ্ছে! নির্যাতিতার মা, তাঁকে আপনারা কেউ কেউ জিজ্ঞাসা করেছেন পাশে ন্যাড়া-নাড়ু হাঁটছিল, ক্যামেরায় মুখ দেখাবে বলে মৃতার মাকে ধাক্কা দিয়েছে? নির্যাতিতার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, বাবা যদি কোথাও আঘাত পেয়ে থাকেন, তাঁদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে। কিন্তু তাঁদের আবেগকে নিয়ে যারা রাজনীতি করবে আমরা তাদের বিরোধিতা করছি।
বাবা-মাকে প্রশ্ন, আপনারাই সিবিআই ডেকে এনেছিলেন। আজকে সিবিআইয়ের উপর ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকারের। আজকে তাদের সঙ্গে কীভাবে নবান্ন যেতে পারেন! তাঁর সংযোজন, শুক্রবারও বলেছিলাম, আজ নাটক হবে। বারবার বলেছিলাম, তাঁদের সুরক্ষার সব ব্যবস্থা যেন থাকে। পুলিশ তো আর ওদের ভেতরে ঢুকতে পারবে না। বিজেপি ধাক্কা মেরে ঠেলে দিয়েছে। নির্যাতিতার বাবা-মাকে কুৎসিতভাবে রাজনীতিতে ব্যবহার করল বিজেপি। গায়ে হাত দিচ্ছে। অভয়ার মাকে ধাক্কা মেরে সরাচ্ছে ন্যাড়া নাড়ু! এর সমালোচনা হবে না? ও ক্ষমা চাইবে না? মায়ের গায়ে হাত দিচ্ছে ন্যাড়া নাড়ু, আপনারা স্লো মোশনে দেখাবেন না?
রাখির দিন রাস্তাঘাট ফাঁকা। আপনারা একটা ফ্লপ কর্মসূচি করতে গেলেন। এটা বিজেপির কর্মসূচি ছিল। তারা বাবা-মার আবেগকে বিপথে চালিয়ে সবরকম রাজনৈতিক ফায়দা লুটছে। তিনটে কোর্টে বিচার হয়েছে। ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। কলকাতা পুলিশ তো সঠিক তদন্ত করেছিল। ঠিক লোককেই ধরেছিল, সাফ কথা তৃণমূলের।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago