আজ সকালে চুঁচুড়া (Chinsurah)পুরসভার আট নম্বর ওয়ার্ডের ২ নং কাপাসডাঙায় একটি বাড়ির সামনে সাদা রঙের এক যন্ত্র আকাশ থেকে হঠাৎ মাটিতে পরে। যদিও এমনি নয়, সঙ্গে একটা বেলুন ছিল যেটা ফেটে যায়। ওই বাড়ির বাসিন্দা বিপ্লব হালদার যন্ত্রটিকে তুলে পাঁচিলের উপর রেখে দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। তারা যন্ত্রটিকে থানায় তুলে নিয়ে আসে।
আরও পড়ুন-৩ মাসের মধ্যে আনবো বাংলার বকেয়া: হুঙ্কার অভিষেকের
হুগলি লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী প্রদীপ পালের বাড়ির পাশে এই ঘটনা ঘটে। প্রদীপবাবু এই ঘটনার পর বলেন,’আমাকে বিপ্লব খবর দেয় যে আকাশ থেকে মেশিন পরেছে।আমরা পুলিশে খবর দিই।যন্ত্রটি কি তা বুঝতে না পারায় প্রাথমিক ভাবে একটা আতঙ্ক ছড়ায়।অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে বোমা পাওয়া গেছে নাকি! আমি বলি না একটা যন্ত্র যেটা আকাশ থেকে পরেছে।’
আরও পড়ুন-‘কৃষিজমি নষ্ট করে সভা করেছেন প্রধানমন্ত্রী’ আরামবাগ থেকে তোপ অভিষেকের
জানা গেছে যন্ত্রটি একটি ব্যাটারি চালিত টেলিমেট্রিক যন্ত্র।বেলুনের মাধ্যমে বায়ুমন্ডলে ঘোরে। রেডিওর মাধ্যমে উচ্চতা,তাপমাত্র,আপেক্ষিক আর্দ্রতা,বায়ুর গতি এবং ভৌগলিক অবস্থান(অক্ষাংশ/দ্রাঘিমাংশ) গ্রাউন্ড রিসিভারে পাঠায়। যন্ত্রটির গায়ে মেড ইন কোরিয়া লেখা। হঠাৎ কিভাবে এটি এল সেটা যদিও জানা যায়নি। তবে এই যন্ত্রকে ঘিরে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছে পুলিশ।