প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিভাবান বাঙালি ফুটবলার তুলে আনা এবং বাংলার যুব সমাজের মধ্যে স্বামী বিবেকানন্দের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতর এবং আইএফএ-র যৌথ উদ্যোগে সূচনা হল স্বামী বিবেকানন্দ কাপের। স্বামীজির শিকাগো বক্তৃতার ১৩৩ বছর পূর্তির দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য। বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুড় মঠের শিল্প মন্দিরের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন-দুই বাঘিনির মৃত্যুতে বিশেষ তদন্ত কমিটি
তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রতিযোগিতা। স্বামীজির বাণী ও আদর্শকে বাংলার যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিশ্রুতিমান ফুটবলার তুলে আনতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, স্বামী বোধসরানন্দ মহারাজ, স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ, বিধায়ক গৌতম চৌধুরী, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, কল্যাণ ঘোষ, নগরপাল প্রবীণ ত্রিপাঠী, জেলাশাসক ডাঃ পি দিপাপপ্রিয়া-সহ ময়দানের তিন প্রধান ও আইএফএ কর্তারা। ক্রীড়ামন্ত্রী অরূপ বলেন, আজ একটা ঐতিহাসিক দিন। আজকের দিনেই যুগপুরুষ স্বামী বিবেকান্দ শিকাগো মহাধর্মসভায় বক্তৃতা দিয়ে ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। সেই ঐতিহাসিক দিনে স্বামীজির কর্মভূমি এই পবিত্র বেলুড়েই তাঁর নামাঙ্কিত প্রতিযোগিতা জেলা ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু হল রাজ্য সরকার ও আইএফএ-র যৌথ উদ্যোগে। এই টুর্নামেন্ট আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। প্রত্যেক জেলার আটটি দলকে নিয়ে খেলা হবে। লিগের পর জোনাল পর্ব এবং ফাইনাল। তিন মাস ধরে ৩৪৮টি ম্যাচ হবে টুর্নামেন্ট। যে দল চ্যাম্পিয়ন হবে তারা বাংলার সেরা ক্লাব হিসেবে স্বীকৃতি পাবে। ৫০ লক্ষ টাকার পুরস্কারমূল্যের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার।
ক্রীড়ামন্ত্রী আরও বলেন, প্রতিভাবান বাঙালি ফুটবলার তুলে আনা এবং স্বামীজির আদর্শকে যুবমানসে ছড়িয়ে দেওয়া— এই দুই উদ্দেশ্য নিয়েই এই প্রতিযোগিতা। আমি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের মতো বড় ক্লাবগুলোকে অনুরোধ করব, জেলায় জেলায় খেলা দেখে আপনারা প্রতিভাবান খেলোয়াড় বাছাই করুন।