সাও পাওলো, ২৪ ডিসেম্বর : প্রত্যাশামতোই ক্রিসমাসের আগে বাড়ি ফিরলেন পেলে। বৃহস্পতিবার সাও পাওলোর হাসপাতাল থেকে ছুটি পেলেন ফুটবল সম্রাট (Pele)। দু’সপ্তাহ ধরে সেখানে চিকিৎসা চলছিল তাঁর।
কোলনে অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়ার পর কেমোথেরাপি নিতে হচ্ছে পেলেকে। তাই মাঝে মধ্যেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে তাঁকে। ৮১ বছরের কিংবদন্তি ফুটবলার এখন সম্পূর্ণ সুস্থ আছেন বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। কয়েকদিন আগেই পেলে স্বয়ং ও তাঁর মেয়ে কেলি জানিয়েছিলেন, ক্রিসমাসের আগেই তিনি বাড়ি ফিরবেন। নতুন বছরের উৎসব পরিবারের সদস্য, বন্ধুদের সঙ্গেই উদযাপন করবেন। ভক্তদের আশ্বস্ত করে ফুটবল সম্রাট বলেছিলেন, তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ নেই। তিনি ভাল আছেন। নিয়মমাফিক চিকিৎসার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্রুত বাড়ি ফিরে ক্রিসমাস কাটাবেন।
আরও পড়ুন-Harbhajan Singh: ক্রিকেট ছেড়ে কোচিংয়ের পথে ভাজ্জি
সেই মতোই নতুন বছরের আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পেলে (Pele)। তবে অসুস্থতা ও বার্ধক্যের কারণেই এখন আর জনসমক্ষে দেখা যায় না পেলেকে। মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে খেলা শুরু করেন পেলে। তিন-তিনটি বিশ্বকাপ রয়েছে তাঁর দখলে। ১৯৭৭ সালে অবসর নেওয়ার আগে হাজারের উপর গোলের নজির গড়েছেন।