কন্যাশ্রী-শিক্ষাশ্রীদের ফুটবল ম্যাচ

রাজ্য সরকার ছাত্রীদের জন্য বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প হাতে নিয়েছে। ছাত্রছাত্রীরা যাতে আরও উৎসাহ ও প্রেরণা পায় সে জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া হচ্ছে।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : কালচিনি (Kalchini) ব্লক প্রশাসনের উদ্যোগে, বুধবার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা-বাগান ময়দানে মহিলাদের (women) এক দিবসীয় ফুটবল (football) টুর্নামেন্ট আয়োজিত হল। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, উৎকর্ষ বাংলা ও সবুজসাথী নামে চারটি দল অংশ নেয়। উদ্বোধন করেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ।

আরও পড়ুন-তৃণমূল বিধায়ককে জেলে বসে খুনের ছক

তিনি জানান, রাজ্য সরকার ছাত্রীদের জন্য বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প হাতে নিয়েছে। ছাত্রছাত্রীরা যাতে আরও উৎসাহ ও প্রেরণা পায় সে জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া হচ্ছে। দলসিংপাড়া পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু জয়সোয়াল জানান, চা বলয়ে বাল্যবিবাহ রুখতে ও মেয়েদের পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহ দিতে এই উদ্যোগ।

Latest article