খেলা

চলে গেলেন ফুটবল অলিম্পিয়ান সৈয়দ হাকিম

প্রতিবেদনঃ চলে গেলেন প্রাক্তন অলিম্পিয়ান তথা জাতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ সৈয়দ শাহিদ হাকিম। তিনি ছিলেন কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ রহিমের পুত্র। হাকিম সাব নামে পরিচিত ছিলেন ভারতীয় ফুটবল মহলে। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কর্ণাটকের গুলবর্গা শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২। রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে।

আরও পড়ুন- রক্তদানের সঙ্গেই দুঃস্থদের সেলাই মেশিন, সাইকেল ভ্যান বিতরণ

ভারতীয় ফুটবলের সঙ্গে দীর্ঘ পাঁচ দশকের সম্পর্ক ছিল হাকিমের। দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত কোচ ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে পিকে বন্দ্যোপাধ্যায়ের সহকারী ছিলেন। মারডেকাতে স্বাধীনভাবে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন। ১৯৮৮ সালে তাঁর কোচিংয়ে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (পরবর্তীকালে মাহিন্দ্রা ইউনাইটেড) ডুরান্ড জেতে ইস্টবেঙ্গলকে হারিয়ে। সালগাঁওকর ও মুম্বই এফসি-র কোচ হিসাবেও দায়িত্ব সামলান হাকিম। রেফারিংও করেছেন চুটিয়ে। ফিফার আন্তর্জাতিক রেফারি হিসাবে এশিয়ান ক্লাব কাপে রেফারিং করিয়েছেন। সারা জীবনের স্বীকৃতি হিসাবে পেয়েছেন ধ্যানচাঁদ পুরস্কার।

১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতীয় দলের সদস্য ছিলেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। যদিও খেলার সুযোগ পাননি। ঘটনাচক্রে ওই দলের কোচ ছিলেন হাকিমের বাবা কিংবদন্তি সৈয়দ আব্দুল রহিম। ২০১৭ সালে ভারতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের সময় ফুটবল প্রতিভা তুলে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন সাইয়ের তৎকালীন প্রজেক্ট ডিরেক্টর।

আরও পড়ুন- সিলভারউড-রুট জুটিকে, তোপ দাগলেন ক্ষিপ্ত ভন

সৈয়দ হাকিমের মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে। শোকপ্রকাশ করেছেন সাব্বির আলি, সুখবিন্দর সিংয়ের মতো প্রাক্তন কোচ, ফুটবলাররা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল শোকবার্তায় বলেছেন, ‘‘হাকিম সাব আর নেই, এটা জানতে পেরে আমি ভীষণ মর্মাহত। তিনি ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের একজন সদস্য ছিলেন, যিনি দেশে খেলাধূলাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন। ভারতীয় ফুটবল কোনও দিন তাঁর অবদান ভুলবে না’’। শোকপ্রকাশ করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। বলেছেন, ‘‘ভারতীয় ফুটবল গুরুত্বপূর্ণ চরিত্র হারাল’’।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago