খেলা

ফুটবল রাজপুত্রের স্মৃতিতে তৈরি আস্ত বিমান

প্রতিবেদন : কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার (Footballer Diego Maradona) স্মরণে আস্ত একটি বিমান তৈরি করে ফেলল আর্জেন্টিনার একটি সংস্থা। বিমানের চারপাশে রয়েছে মারাদোনার (Footballer Diego Maradona) ছবি, যেখানে তার খেলোয়াড় জীবনের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। বিমানের ভিতরে তৈরি করা হয়েছে আস্ত একটি সংগ্রহশালাও। সেখানে রয়েছে মারাদোনার ব্যবহৃত কিছু জিনিসপত্র এবং তাঁর অজস্র ছবি। বিমানের গায়ে মারাদোনার একটি মস্ত ছবি রয়েছে, যেখানে তিনি ১৯৮৬ সালে বিশ্বকাপে চুমু খাচ্ছেন।

আরও পড়ুন: ফলহারিণী কালীপুজোর সুলুকসন্ধানে

সম্প্রতি এই বিমানের উদ্বোধন করেছে আর্জেন্তিনার এক সংস্থা। জানা যাচ্ছে এই বিমানটি আর্জেন্টিনার বিভিন্ন শহরে ঘুরে বেড়াবে। এরপর বিশ্বকাপের আগে সেটি কাতার যাবে। সেখানে গিয়ে আলাদা করে মারাদোনার প্রতি শ্রদ্ধা জানাবে।
২০২০ সালে ২৫ নভেম্বর প্রয়াত হন মারাদোনা। তারপর থেকেই তাঁর ভক্তরা আর্জেন্টাইন সুপারস্টারকে স্মরণ করতে বিভিন্ন কার্যকলাপ করে চলেছে। তেমনই সম্প্রতি আর্জেন্টিনায় বুয়েনোস আইরেসে প্রয়াত মারাদোনাকে স্মরণ করতে একটি উড়ন্ত সংগ্রহশালার উদ্বোধন করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘ট্যাঙ্গো ডি১০এস’। আর্জেন্টিনার একটি সংস্থা তৈরি করেছে এই সংগ্রহশালা।
যে সংস্থা এই বিমান তৈরি করেছে তার প্রধান কর্তা এই নিয়ে বলেন, আমি মারাদোনাকে নিয়ে পাগল। আমি এমন একজন মানুষ যে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মারাদোনার ভিডিও দেখে। মারাদোনা চলে যাওয়ার পর এটাই প্রথম বিশ্বকাপ হতে চলেছে। হয়তো লিওনেল মেসিরও এটাই শেষ বিশ্বকাপ। তাই দিয়েগোর জন্যেই আমি এই বিমান তৈরি করালাম। ১৯৮৬ সালে মারাদোনার বিশ্বকাপজয়ী দলের সতীর্থরা এই বিমান দেখে চমকে গিয়েছেন। এই বিমানটি আর্জেন্টিনার বিভিন্ন শহরে ঘুরবে। এর পর বিশ্বকাপের আগে সেটি কাতার পৌঁছে যাবে। সেখানে গিয়ে আলাদা করে মারাদোনার প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিমানের গায়ে দেখা যাচ্ছে মারাদোনার খেলোয়াড় জীবনের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। বিমানের গায়ে মারাদোনার একটি মস্ত ছবি রয়েছে, যেখানে তিনি ১৯৮৬ সালে বিশ্বকাপে চুমু খাচ্ছেন। তার দু’টি ডানায় ওই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার করা দু’টি গোলের ছবি রয়েছে, যার মধ্যে একটিকে ‘হ্যান্ড অফ গড’ বলা হয়। বিমানের লেজেও রয়েছে মারাদোনার মুখ। বিমানের ভিতরে রয়েছে ১২টি আসন।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

36 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago