যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরতে মরিয়া ফুটবলাররা

ইউক্রেনের নামী ক্লাবগুলির বিদেশি ফুটবলাররাও আতঙ্কে। ইউক্রেনের লিগে খেলেন ব্রাজিলের একাধিক ফুটবলার।

Must read

প্যারিস, ২৫ ফেব্রুয়ারি : ইউক্রেনে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতিতে প্রচণ্ড উদ্বিগ্ন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক আগ্রাসনের নিন্দা করেছেন ফিফা সভাপতি। বলেছেন, ‘‘আমি এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মর্মাহত। আমি উদ্বিগ্ন ইউক্রেনের পরিস্থিতিতে। এই আগ্রাসনের নিন্দা করছে ফিফা।’’

আরও পড়ুন-দু’বছর পর ২ সিংহাসন হারালেন জোকার

ইউক্রেন ফুটবলের কিংবদন্তি আন্দ্রে শেভচেঙ্কো শান্তির আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের রক্ষা করুন। আমরা শুধু শান্তি চাই। যুদ্ধ কোনও সমাধান হতে পারে না।’’
২৪ মার্চ দেশের মাটিতে পোল্যান্ডের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ খেলার কথা রাশিয়ার। সেই ম্যাচ জিতলে দেশের মাটিতেই ২৯ মার্চ দ্বিতীয় প্লে-অফে চেক প্রজাতন্ত্র ও সুইডেন ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলার কথা রুশদের। কিন্তু পোল্যান্ড, চেক এবং সুইডিশ ফেডারেশন ম্যাচ রাশিয়া থেকে সরানোর দাবি তুলেছে।

আরও পড়ুন-নতুন বিভাগেও সোনা জয় চানুর

ইউক্রেনের নামী ক্লাবগুলির বিদেশি ফুটবলাররাও আতঙ্কে। ইউক্রেনের লিগে খেলেন ব্রাজিলের একাধিক ফুটবলার। এই যুদ্ধের পরিস্থিতিতে তাঁরা দেশে ফিরতে চাইছেন। রাজধানী কিয়েভের একটি হোটেল থেকে ভিডিও বার্তায় সেই আর্জি জানিয়েছেন ব্রাজিলের ফুটবলার এবং তাঁদের পরিবার।
একটি ভিডিও বার্তায় ব্রাজিলীয় ফুটবলাররা বলেছেন, ‘‘সীমান্ত বন্ধ, ব্যাঙ্ক বন্ধ, তেল নেই, খাবারও প্রায় কোথাও নেই। আমাদের হাতে টাকাও নেই। এই পরিস্থিতিতে আমরা যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়তে চাইছি।’’

Latest article