প্রতিবেদন : যুবভারতীর ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তৈরি হয়েছে এসআইটি। এই আবহে নিরপেক্ষ তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন অরূপ বিশ্বাস। তাঁর এই মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রীর এই পদক্ষেপ ইতিবাচক বলেও মনে করছেন তিনি। মুখ্যমন্ত্রী একটি চিঠিতে লিখেছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে আপাতত এই দফতরের বাইরে থাকবেন অরূপ বিশ্বাস। এই সময়টা ক্রীড়া দফতর দেখভাল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Sports Department_Mamata banerjee)।
মুখ্যমন্ত্রীকে (Sports Department_Mamata banerjee) দেওয়া চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। ওই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীতে আগমনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি আপাতত দায়িত্ব থেকে সরে থাকার আর্জি জানিয়েছেন ওই চিঠিতে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী। নিরপেক্ষ তদন্তের স্বার্থে পদ থেকে অব্যাহতি নিতে চেয়েছেন ক্রীড়ামন্ত্রী। বাম জমানায় এই নজির নেই।
আরও পড়ুন- খসড়া তালিকা প্রকাশ, কোনও অসঙ্গতি মিললেই আপত্তি
তাঁর সংযোজন, মুখ্যমন্ত্রী যথাযথ তদন্তের ব্যবস্থা করেছেন। সরকার যা ব্যবস্থা নিচ্ছে, জানিয়ে দিয়েছে। বাম জমানার প্রসঙ্গ তুলে তাঁর স্পষ্ট বক্তব্য, সিপিএম জমানায় ১৯৮০ সালে ১৬ অগাস্ট ইডেনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে ১৬ জনের মৃত্যু হয়। ১৯৯৬ সালে ইডেনে ক্রিকেটের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। দেশের মুখ পোড়ে। কিন্তু বাম সরকারে সেই সময়ের ক্রীড়া বা পুলিশমন্ত্রীরা কোনও দায় নেননি। বাম সরকারও কোনও ব্যবস্থা নেয়নি। যদিও এবার যুবভারতীতে বৃহত্তর ষড়যন্ত্র থাকার সম্ভাবনা প্রবল, তবু মুখ্যমন্ত্রী যথাযথ তদন্ত করিয়ে রাজধর্ম পালন করেছেন। এটা একমাত্র তিনিই করেন।

