নারীদিবসে নয়া ইতিহাস বায়ুসেনায়

Must read

প্রতিবেদন : আন্তর্জাতিক নারীদিবসে (international women’s day) ইতিহাস তৈরি হল ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force)। এই উপলক্ষে প্রথম এক মহিলার হাতে তুলে দেওয়া হল গোটা ইউনিটের দায়িত্ব। বায়ুসেনার এই কৃতী মহিলা অফিসার হলেন ক্যাপ্টেন শৈলজা ধামি (Shailaja Dhami)। এর আগে কখনও কোনও মহিলার হাতে গোটা ইউনিট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। তবে এর আগেও দু’বার ইউনিট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল শৈলজাকে। সেটা ছিল সাময়িক। এবার তিনি পাকাপাকিভাবে যুদ্ধ ইউনিটের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: ইতালিতে নৌকাডুবি: আফগানি কন্যার নভোচারী হওয়ার স্বপ্নের সলিল সমাধি

নারীদিবসের প্রাক্কালে এক বিবৃতিতে ভারতীয় বায়ুসেনা জানায়, ওয়েস্টার্ন সেক্টরের ফন্ট লাইন কমব্যাটের একটি ইউনিট পরিচালনার দায়িত্ব পালন করবেন গ্রুপ ক্যাপ্টেন শৈলজা ধামি (Shailaja Dhami)। ওয়েস্টার্ন সেক্টরের হেলিকপ্টার ইউনিটে কমান্ডার পদে ছিলেন পাঞ্জাবের এই তরুণী। এবার যুদ্ধবিমানের ইউনিটও পরিচালনা করবেন তিনি। ২০০৩ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন শৈলজা। বর্তমানে তাঁর প্রায় তিন হাজার ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। শেষ পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ শৈলজার উপরেই ভরসা রাখল বায়ুসেনা। ওয়েস্টার্ন সেক্টরের মিসাইল স্কোয়াড্রন পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হল তাঁর হাতে। নারীদিবসে দেশের বায়ুসেনায় তৈরি হল এক নতুন ইতিহাস। ২০১৫ সালেই প্রথম যুদ্ধ বিমানের পাইলট হিসেবে মহিলাদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের পরেই বায়ুসেনার প্রথম মহিলা ফ্লাইং ইনস্ট্রাকটর হিসেবে শৈলজাকে নিয়োগ করা হয়েছিল। প্রথম মহিলা হিসেবে ভারতীয় সেনায় স্থায়ী নিয়োগও পেয়েছিলেন তিনি।

Latest article