প্রতিবেদন: শুধু পেশার স্বীকৃতি নয়, সামাজিক সুরক্ষার নিশ্চয়তাও পেলেন যৌনকর্মীরা। তাঁদের সামনে খুলে গেল ভালোবাসার নতুন দিগন্ত। বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন সুবিধা দিতে একটি নতুন আইন এনেছে বেলজিয়ামে। পাশাপাশি এই আইনের আওতায় যৌনকর্মীরা কর্মসংস্থান চুক্তি, স্বাস্থ্য বিমা ও অসুস্থতাজনিত ছুটি পাবেন।
আরও পড়ুন-ট্রাম্প-প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ
সোজা কথায়, আর সব চাকরির মতোই গণ্য হবে এই পেশা।বেলজিয়াম সরকারের দাবি, তাদের এই পদক্ষেপের ফলে আর পাঁচটা কর্মক্ষেত্রের মতো যৌনকর্মীরাও সামাজিক ভাবে সুরক্ষিত থাকবেন। কর্মক্ষেত্রে তারা আর বঞ্চনার শিকার হবেন না।
পাশাপাশি এই আইনের আওতায় যৌনকর্মীরা কর্মসংস্থান চুক্তি, স্বাস্থ্য বিমা ও অসুস্থতাজনিত ছুটি পাবেন।বরং বলা ভাল, আর সব চাকরির মতোই গণ্য হবে এ পেশা। ২০২২ সালে বেলজিয়ামে যৌনকর্মকে অপরাধমুক্ত বলে ঘোষণা করা হয়। এছাড়া জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস ও তুরস্কের মতো কয়েকটি দেশেও এ পেশা বৈধ। তবে কর্মসংস্থান অধিকার ও চুক্তির অধিকার বেলজিয়ামই প্রথম দিল। যে আইন আনা হয়েছে, তাতে বলা হয়েছে, কর্মক্ষেত্রে বঞ্চনা দূর করতে নয়া আইনে যৌনকর্মীদের দেওয়া হবে কর্মসংস্থানের শংসাপত্র।