অনুমতি না নিয়েই লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার যোগীরাজ্যে

ওম প্রকাশ নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। স্বাভাবিকভাবেই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

Must read

উত্তরপ্রদেশের (UttarPradesh) মুজাফফর নগরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জানা গিয়েছে, অনুমতি না নিয়েই লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করে এক যুবককে মহিলাতে রূপান্তর করা হল। ইতিমধ্যেই অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত চিকিৎসক সহ দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওম প্রকাশ নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। স্বাভাবিকভাবেই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন-যৌ.ন হেনস্থার অভিযোগে গ্রেফতার প্রজ্বল রেভান্নার ভাই

ওম প্রকাশ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল যুবকের। কিন্তু সেই যুবক একমাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এর মাঝেই ওম প্রকাশ তাকে বিভ্রান্ত করে মনসুরপুরের বেগরাজপুর মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে তাকে অচেতন অবস্থায় লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের সঙ্গে যোগসাজস করেই ওম প্রকাশ এমন ঘটনা ঘটিয়েছে বলে জানান সেই যুবক। তিনি বলেন, ওম প্রকাশ তাকে গত দু বছর ধরে যৌন নির্যাতন করছিল। গত ৩ জুন ওম প্রকাশ চিকিৎসকদের লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করতে রাজি করান। হাসপাতালে যাওয়ার পরের দিন সকালে তার অস্ত্রোপচার হয়। জ্ঞান ফিরলে তিনি দেখেন তার লিঙ্গ পরিবর্তন করে মেয়েতে রূপান্তর করা হয়েছে।

আরও পড়ুন-দৌলতাবাদে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৪, আহত ১০

সূত্রের খবর ওম প্রকাশ তাঁকে বিয়ে করতে চেয়ে চিকিৎসকদের সঙ্গে মিলে এমন একটি ঘটনা ঘটিয়েছেন। লখনউ নিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনাও করা হয়েছিল। বাধা দিলে যুবকের বাবা-মাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বেগরাজপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকরা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের মতে যুবক স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তন করেছেন। যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে ১৬ জুন ওম প্রকাশকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার ফলেই ভারতের কিসান ইউনিয়ন হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। দাবি করা হয় হাসপাতালটি বেআইনি অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবসা এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত। এখানে বড়চক্র চলছে বলেও অভিযোগ করেন তারা।ঘটনায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

Latest article