বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: শুক্রবার সমাপ্ত হল অষ্টম বর্ষ বক্সা বার্ড ফেস্টিভ্যালের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে অনুষ্ঠিত হওয়া এই উৎসবে অংশগ্রহণকারী ও পাখিপ্রেমীদের পর্যবেক্ষণে তিন দিনে এবার ২৫১ প্রজাতির পাখির নথিভুক্ত করা হয়েছে। এর আগে সপ্তম বর্ষে ২২৬টি প্রজাতির পাখি নথিভুক্ত করা হয়েছিল। এ বছর উৎসবে পাখিপ্রেমীদের পর্যবেক্ষণে এমন ৭টি নতুন প্রজাতির পাখি নথিভুক্ত করা হয়েছে যা পূর্ববর্তী পক্ষী উৎসবগুলোতে নথিভুক্ত করা হয়নি। এর মধ্যে লং বিল্ড প্লভার, ফেরুজিনাস ফ্লাইক্যাচার-এর মতো অত্যন্ত বিরল পাখি প্রথমবারের মতো এখানে নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন-ডি’ক্লার্ক-ঝড়ে উড়ে গেল মুম্বই
পাখি পর্যবেক্ষণ ছাড়াও, কর্মশালা, ক্যুইজ প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে ৬০ জন স্কুল শিক্ষার্থী এবং ৬০ জন ইকো-ট্যুরিজম সাফারি গাইড এই উৎসবে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অষ্টম বার্ড ফেস্টিভ্যালের সূচনা করেছিলেন রাজ্যের মুখ্য বনপাল(বন্যপ্রাণ) সন্দীপ সুন্দরিয়া। বৈচিত্রময় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রয়েছে পাঁচশোর বেশি পাখির প্রজাতি। প্রতি বছর বন দফতর পক্ষী বিশারদ ও পক্ষীপ্রেমীদের সরাসরি এই সমস্ত পাখি দেখার সুযোগ করে দেওয়ার জন্য বক্সার জঙ্গলে এই উৎসবের আয়োজন করে। ২০১৭ সালে শুরু হওয়া এই বার্ড ফেস্টিভ্যাল রাজ্যের প্রাচীনতম পক্ষী উৎসব। এ-বছর যে সমস্ত পাখি প্রেমী এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন তাঁদের অধিকাংশই ছিল মহিলা। এমনকী দেশের মূল ভূখণ্ডের পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও তিনজন এবছর এই উৎসবে যোগ দিয়েছিলেন। বন দফতর সাফল্যের সঙ্গে এবছরের পক্ষী উৎসব শেষ করতে পারায়, সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানান বনকর্তারা।


