জগন্নাথধামে আপ্লুত বিদেশি ভক্তেরদল, দর্শনের জন্য কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রীর প্রতি

সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য খুলে গিয়েছে দিঘায় জগন্নাথধামের দ্বার। শনিবার গোটা পৃথিবী যেন মিশল জগন্নাথের পদতলে

Must read

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য খুলে গিয়েছে দিঘায় (Digha) জগন্নাথধামের দ্বার। শনিবার গোটা পৃথিবী যেন মিশল জগন্নাথের পদতলে। কারও বাড়ি রাশিয়া, কারও ইউক্রেন, বেলারুশ, লাটভিয়া বা লিথুয়ানিয়া। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার না থাকায় এতদিন জগন্নাথ-দর্শন হয়ে ওঠেনি ওঁদের। তাই ওঁরা এসেছেন দিঘার জগন্নাথধামে জগন্নাথ-দর্শনে। এক অপরূপ আধ্যাত্মিক অনুভূতিতে আচ্ছন্ন হলেন ২০ জন বিদেশি ভক্ত। কারও চোখে জল, কেউ প্রভু জগন্নাথের নামগানে মাতলেন। শনিবার, রবিবার ছুটির দিনে জমজমাট থাকে দিঘা। তার ওপর বাড়তি আকর্ষণ জগন্নাথধাম।

আরও পড়ুন-রাজ্যে প্রথম, উত্তরদিনাজপুর জেলায় মডেল অঙ্গনওয়াড়ি

একঝাঁক বিদেশিদের দেখে সেলফিতেও মেতে ওঠেন বহু পর্যটক। ইউক্রেন থেকে এসেছেন ভাদিম ক্রিস্তব। জানান, এটি আমার জীবনের সবথেকে ঐশ্বরিক অনুভূতি। কখনও ভাবিনি যে আমি এমন একটি মন্দিরে এসে জগন্নাথদেবের দর্শন পাব। এই সুযোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে ধন্যবাদ জানাই।
এদিন প্রথমে বিদেশিরা জগন্নাথের প্রসাদ গ্রহণ করেন। এরপর প্রবেশ করেন মূল মন্দিরে। কপাল ঠুকিয়ে প্রমাণ করে মন্দিরে পা রাখেন। এরপর সরাসরি যান গর্ভগৃহে। খোল-খরতালে নামগানে এক অপরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। মন্দিরের দায়িত্বে থাকা ইসকন সহ-সভাপতি রাধারমন দাস জানান, এই মন্দির শুধুমাত্র একটি স্থাপনা নয়। এটি প্রভু জগন্নাথের করুণা ও তাঁর সর্বজনীন আহ্বানের প্রতীক।

Latest article