সংবাদদাতা, শিলিগুড়ি : বাংলার সংস্কৃতিকে তুলে ধরে ঢাকের তাল, সাঁওতালি নৃত্য আর বৈরাগী নৃত্যের মাধ্যমে স্বাগত জানাল জি২০র (G20 Summit) বিদেশি প্রতিনিধি দলকে। শনিবার থেকে তিনদিন ব্যাপী জি২০ সম্মেলন শুরু হল উত্তরের শিলিগুড়ি ও দার্জিলিং এলাকায়। এদিন সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগড়া বিমানবন্দরে নামেন প্রায় ১৫০ জন বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা। এর বাইরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিরাও এসেছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি ছাড়াও পর্যটন সচিব অরবিন্দ সিং, রাজ্যে সরকারের পর্যটন দপ্তরের সচিব নন্দিনী চক্রবর্তী দ্বিতীয় জি২০ সম্মেলনে ((G20 Summit) যোগ দিয়েছেন। এদিন বিদেশি প্রতিনিধিরা বাগডোগড়া বিমান বন্দরে নামতেই তাঁদের ঢাক বাজিয়ে, বাংলার সংস্কৃতি সাঁওতালি মহিলারা তাদের নিজস্ব পোশাকে ও বৈরাগী মহিলারা তাদের নিজস্ব পোশাকে নৃত্যের মাধ্যমে স্বাগত জানায়। বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি সুকনার কাছে চা-বাগানে ঘেরা পাঁচ তারা হোটেলে যায়। সেখানে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে রাস্তায় আল্পনা আঁকা হয়েছিল। লালপাড় শাড়ি পরে বিদেশি অতিথিদের স্বাগত জানানো হয়।
আরও পড়ুন- শ্রমিক বসিয়ে বাইরের শ্রমিক নয়