জাতীয়

শেয়ার বাজারের ৭,৬০৫ কোটি টাকা সরাল বিদেশি বিনিয়োগকারীরা, নতুন বছরের শুরুতেই ধস

নয়াদিল্লি : ২০২৬ সালের শুরুটাও ভারতীয় শেয়ার বাজারের জন্য সুখকর হল না। বছরের মাত্র প্রথম দুটি লেনদেনের অধিবেশনে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (এফপিআই) ভারতীয় ইক্যুইটি বাজার থেকে ৭,৬০৮ কোটি টাকা (প্রায় ৮৪৬ মিলিয়ন ডলার) তুলে নিয়েছেন। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (এনএসডিএল)-এর তথ্য অনুযায়ী, ১ ও ২ জানুয়ারির মধ্যেই এই বিপুল পরিমাণ অর্থ বাজার থেকে বেরিয়ে গেছে, যা গত বছরের ধারাবাহিক বিক্রির ধারাকেই বজায় রেখেছে। ২০২৫ সালেও বিদেশি বিনিয়োগকারীরা রেকর্ড পরিমাণ শেয়ার বিক্রি করেছিলেন, যার মোট অঙ্ক ছিল প্রায় ১.৫৮ লক্ষ কোটি টাকা। মূলত রুপির ক্রমাগত দরপতন, আমদানি শুল্ক নিয়ে অনিশ্চয়তা এবং ভারতীয় শেয়ারের অতিরিক্ত মূল্যায়নের আশঙ্কাই বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের এই লাগাতার বিক্রির চাপ সরাসরি প্রভাব ফেলেছে ভারতীয় মুদ্রার ওপর। ২০২৫ সালে ডলারের তুলনায় রুপির মান প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে।

আরও পড়ুন-আইএসএল শুরু ১৪ ফেব্রুয়ারি

অর্থনীতিবিদদের মতে, যখনই বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে টাকা তুলে নেন, তখন তাঁরা তাঁদের অর্জিত টাকাকে ডলারে রূপান্তরিত করে নিজেদের দেশে ফেরত নিয়ে যান। এর ফলে বাজারে ডলারের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যায় এবং বিপরীতে টাকার চাহিদা কমে গিয়ে তার বিনিময় মূল্যে ধস নামে। উল্লেখ্য, ২০২৫ সালে বিদেশি বিনিয়োগকারীরা কেবল মার্চ থেকে জুন মাস পর্যন্ত—অর্থাৎ বছরের মাত্র চারমাস নিট ক্রেতা হিসেবে ছিলেন। ঘরোয়া বাজারে খরচ এবং কর্পোরেট মুনাফায় উন্নতির লক্ষণ থাকলেও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি নেওয়ার অনীহা স্পষ্ট ধরা পড়েছে।
গত বছর বিশ্বের প্রধান শেয়ার বাজারগুলোর মধ্যে ভারতের পারফরম্যান্স ছিল সবচেয়ে দুর্বল। এই পরিস্থিতির সুযোগ নিয়েই বিদেশি বিনিয়োগকারীরা দ্রুত তাঁদের পুঁজি ভারত থেকে সরিয়ে অন্য লাভজনক এবং নির্ভরযোগ্য বাজারে সরিয়ে নিচ্ছেন। বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, এফপিআই-রা সাধারণত ‘রিস্ক-অন’ এবং ‘রিস্ক-অফ’ কৌশলে বিশ্বাসী। বর্তমানে অন্য দেশগুলো যেখানে দ্রুত এবং আকর্ষণীয় রিটার্নের সুযোগ দিচ্ছে, সেখানে ভারতীয় বাজারে বড় অঙ্কের বিনিয়োগ ধরে রাখার কোনো জোরালো যুক্তি তাঁরা খুঁজে পাচ্ছেন না। এই প্রবণতা বজায় থাকলে আগামী দিনে ভারতীয় শেয়ার বাজার এবং টাকার স্থিতিশীলতা আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago