প্রতিবেদন: ট্রাম্পের শুল্কনীতিতে ভারতের সমস্যা হবে না বলে মনে করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণার পর নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েনের আশঙ্কা করছেন অনেকেই। কিন্তু তা মানতে নারাজ জয়শঙ্কর। তিনি বলেছেন, নতুন সরকারের আমলে ভারত-আমেরিকা সম্পর্ক আরও নিবিড় হবে।
আরও পড়ুন-কেন্দ্রের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট
এমনকী ট্রাম্পের নতুন পদক্ষেপকে ‘বাস্তববাদী’ বলেও চিহ্নিত করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ফিনানশিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কেউ বাস্তববাদী হওয়ার অর্থ এই নয় যে, তাঁর মধ্যে বিশ্বাস বা প্রত্যয় নেই। ট্রাম্প এবং মোদি দু’জনেই ‘সমমনস্ক জাতীয়তাবাদী’। তাঁরা দুজনেই নিজের দেশের স্বার্থকে অগ্রাধিকার দেন। ফলে বিরোধের অবকাশ নেই। প্রসঙ্গত, গত ৫ মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা করার সময় ট্রাম্প জানিয়েছিলেন, পারস্পরিক শুল্ক চাপানোর নীতি থেকে বাদ পড়বে না ভারতও।