সংসদীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন বিদেশ সচিব

সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানকে বেআব্রু করতে কী কী করতে হবে এবং বলতে হবে মঙ্গলবার দিল্লিতে বিদেশগামী তিনটি সংসদীয় প্রতিনিধি দলের সদস্যদের তা বুঝিয়ে বললেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তাঁর সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আমলারাও। সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-পাকিস্তানকে বাদ দিয়েই ওয়াঘা-আটারি সীমান্তে ফের বিটিং রিট্রিট

দিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, কাভাবে পহেলগাঁও হামলা হয়েছে, কীভাবে নিরীহ পর্যটকদের নিশানা করা হয়েছে ধর্ম বেছে বেছে, কেন ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রত্যাঘাত করেছে, কোন বিন্দুতে সিজ ফায়ার করা হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে সাংসদের ব্যাখ্যা দেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভারতের আসল উদ্দেশ্য ছিল জঙ্গিঘাঁটি ধ্বংস করা, সাফ জানান তিনি। এই বিন্দুগুলির উপরেই সাংসদদের বিদেশ সফরে বক্তব্য রাখার কথা বলেন বিক্রম মিশ্রি, দাবি সংসদীয় সূত্রের। পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, বিদেশের মাটিতে দাঁড়িয়ে সাংসদদের দাবি জানাতে হবে, সাফ জানানো হয়েছে ভারত সরকারের তরফে। এই প্রসঙ্গে ২৬/১১ মুম্বই হামলা, উরি, পুলওয়ামার জঙ্গি হামলার উদাহরণ তুলে ধরার কথাও বলা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে৷ কোন পরিস্থিতিতে ভারত সিন্ধু জলচুক্তি রদ করেছে, তার বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে এদিন। বিদেশগামী প্রতিনিধি দলের সদস্যরা এই বিষয়গুলির উপরেই বিদেশে বক্তব্য রাখবেন। সূত্রের দাবি, এদিনের ব্রিফিংয়ে কংগ্রেসের তরফে দাবি জানানো হয়েছে, আরও তথ্য প্রয়োজন বিদেশের বুকে পাকিস্তানের মুখোশ খোলার জন্য।

Latest article