বঙ্গ

বিপুল সংখ্যায় বাড়ছে বিদেশি পর্যটক : ইন্দ্রনীল

প্রতিবেদন : পর্যটনের বিকাশকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। ফলে শুধুমাত্র প্রতিবেশী রাজ্য নয়, ভিনদেশি পর্যটকদের কাছেও পর্যটনের নতুন গন্তব্যের নাম পশ্চিমবঙ্গ। রাজ্যে বিদেশি পর্যটকের পদার্পণ উত্তরোত্তর বাড়ছে। নজিরবিহীনভাবে পর্যটন বিকাশে রাজ্যের এই কর্মকাণ্ডের প্রশংসা করেছে বিরোধীরাও।
চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ২৭ লক্ষ ছাড়িয়েছে বলে বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানান পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বলেন, ইউরোপ এবং আমেরিকা থেকে বিপুল সংখ্যক পর্যটক এসেছেন। বাংলাদেশি পর্যটকের সংখ্যা তুলনায় কিছুটা কমেছে। পর্যটন নিয়ে এদিন মন্ত্রীকে প্রশ্ন করেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। প্রশ্ন রাখার আগেই উত্তরবঙ্গ-সহ রাজ্যে পর্যটনের মানোন্নয়নে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন তিনি। তাঁর প্রশ্নের উত্তরে ইন্দ্রনীল সেন জানান, এবছর প্রথম ছ’মাসেই বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লক্ষ ১১,৭০৮। এর মধ্যে বাংলাদেশের ১ লক্ষ ৮০ হাজার পর্যটক। গত বছর রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ৩২ লক্ষের কাছাকাছি। এর মধ্যে বাংলাদেশ থেকেই এসেছিলেন প্রায় ১ লক্ষ ৮২ হাজার মানুষ। পর্যটক টানতে রাজ্যে পরিবেশবান্ধব ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী। রাশিয়া, আমেরিকা, ইতালি, ব্রিটেন— এই সব দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যায় পর্যটক এসেছেন বলেও জানান ইন্দ্রনীল সেন (Indranil Sen)।
পর্যটন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসাও করেন মন্ত্রী। বলেন, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের রাজনৈতিক অস্থিরতা অনেকটাই কেটেছে। ফলে, আগের তুলনায় অনেক বেশি পর্যটক এখন ওই এলাকায় যাচ্ছেন। মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের ২২ এপ্রিল নতুন একটি পর্যটন কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্রে ৮৭ শতাংশ আসন সর্বক্ষণ পূর্ণ থাকে বলেই দাবি তাঁর। পাশাপাশি, স্থানীয় পর্যটন উদ্যোগপতিদের ১০০ শতাংশ সহায়তা দেওয়া হচ্ছে বলেও বিধানসভায় জানিয়েছেন ইন্দ্রনীল সেন। রাজ্যে পর্যটন গাইড তৈরির ক্ষেত্রেও সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১,০২২ জন সার্টিফায়েড ট্যুরিস্ট গাইড তৈরি হয়েছে। এটি দেশের মধ্যে সর্বোচ্চ। পর্যটন শিল্পে নতুন কর্মসংস্থানের পথ খুলছে বলেও আশাবাদী মন্ত্রী।

আরও পড়ুন-রথযাত্রা উপলক্ষে দিঘার জগন্নাথধাম পরিদর্শন ও আলোচনা করে গেলেন মন্ত্রী

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

7 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

15 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

40 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago