ইস্টবেঙ্গলে বিদেশি ত্রয়ী, ডুরান্ডে পূর্ণশক্তির বাগান

বৃহস্পতিবার মধ্যরাতে শহরে চলে আসেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্যালেস্তাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদ। সঙ্গে গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোস।

Must read

প্রতিবেদন : শুক্রবার একসঙ্গে তিন নতুন বিদেশি সইয়ের সরকারি ঘোষণা করল ইস্টবেঙ্গল। পাশাপাশি ডুরান্ডের নক আউট পর্বে পূর্ণশক্তির দল খেলানোর পরিকল্পনা মোহনবাগানের। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে সব ভারতীয় ফুটবলারদের নিয়ে ডুরান্ডের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে সবুজ-মেরুন শিবির। ২ অথবা ৩ অগাস্ট হেড কোচ জোসে মোলিনার শহরে চলে আসার কথা। জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন-সহ বাকি বিদেশিরা অগাস্টের প্রথম সপ্তাহেই চলে আসতে পারে। ৯ অগাস্ট ডুরান্ডে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে ম্যাচ দু’একজন বিদেশি নিয়ে খেলতে পারে মোহনবাগান। তবে নক আউট পর্বে উঠলে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামার ভাবনা ম্যানেজমেন্টের।

আরও পড়ুন-সুযোগ নষ্ট, ড্র ডায়মন্ড হারবারের

বৃহস্পতিবার মধ্যরাতে শহরে চলে আসেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্যালেস্তাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদ। সঙ্গে গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোস। কলকাতা বিমানবন্দরে অনেক রাতেও লাল-হলুদ সমর্থকদের ভালবাসায় আপ্লুত রশিদ। শুক্রবার বিকেলেই দলের বাকিদের সঙ্গে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতিতে নেমে পড়েন প্যালেস্তাইনের মিডিও। প্রথমদিন অবশ্য বল নিয়ে সেভাবে অনশীলন করেননি। মূলত ফিজিক্যাল ট্রেনিংই করেন রশিদ। অনুশীলনে দিমিত্রিয়সের ফিটনেসের দিকেও নজর ছিল ট্রেনার জেভিয়ার সাঞ্চেজের। শহরে এসে অনুশীলনে যোগ দিয়েছেন কোচ অস্কার ব্রুজোর নতুন স্প্যানিশ সহকারী আদ্রিয়ান মার্টিনেজ। এদিন রশিদের সঙ্গে আরও দুই নতুন বিদেশি ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা এবং আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিবিলির সঙ্গে চুক্তির কথাও জানিয়েছে ইস্টবেঙ্গল।

Latest article