কুমির বাঁচাতে স্লোগান নিয়ে পথে বিদেশিরা

এই পর্যটকের দল ভিজিটরবুকে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে ভগবতপুর ভ্রমণের বর্ণনা দিয়ে গিয়ে আপ্লুত বিদেশিরা।

Must read

সংবাদদাতা, সুন্দরবন:‌ বছরভর সুন্দরবনে বিদেশি পর্যটকদের আনাগোনা লেগে থাকে। গত রবিবার সুন্দরবনের ভগবতপুর কুমির প্রকল্প ঘুরে দেখলেন নরওয়ে ও কানাডা থেকে আসা ২১ জন পর্যটক। এ-রাজ্যের একমাত্র কুমির প্রকল্প ঘুরে দেখার পর উচ্ছ্বসিত বিদেশি পর্যটকের দল। পাশাপাশি এদিন ওই পর্যটকের দল কুমির সংরক্ষণ নিয়ে গ্রামবাসীদের মধ্যে একটি সচেতনতা প্রচার করেন। তাঁদের হাতে ছিল কুমির বাঁচানোর বার্তা লেখা পোস্টার।

আরও পড়ুন-বর্ধমান শাখায় ফের ট্রেন বাতিল

এই পর্যটকের দল ভিজিটরবুকে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে ভগবতপুর ভ্রমণের বর্ণনা দিয়ে গিয়ে আপ্লুত বিদেশিরা। তাঁদের অতীতে এমন অভিজ্ঞতা হয়নি বলেও জানান। চলতি বছরের শুরু থেকে ভগবতপুরে প্রচুর বিদেশি পর্যটক ঘুরে গিয়েছেন। জেলার বনদপ্তর বিদেশিদের এই অভিজ্ঞতায় খুবই সন্তুষ্ট। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল বলেন, ‘‌এ রাজ্যের একমাত্র কুমির প্রকল্প এই ভগবতপুর। এখানে কুমিরের প্রজননও হয়। বিভিন্ন বয়সের কুমির এখানে রাখা আছে। পর্যটকরা সহজেই কুমির দেখার সুযোগ পান। আমফান ঘূর্ণিঝড়ের পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই কেন্দ্রটি। পুনরায় নতুন করে সাজানো হয়েছে। কুমিরের আবাসস্থলগুলি নতুন করে তৈরি করা হয়েছে। সারাবছর এখন পর্যটক আসেন। সড়কপথেও এখানে আসা যায়। বিদেশি পর্যটকদের এই অভিজ্ঞতা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’‌

Latest article