ঝালদায় ফরেনসিক দল, ক্লোজ ৫ পুলিশ

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : ঝালদা পুরসভার কাউন্সিলর তপন কান্দু খুনের কিনারা করতে রবিবার শহরে এল রাজ্যের দুটি ফরেনসিক দল। কলকাতার বেলগাছিয়ায় অবস্থিত স্টেট ফরেনসিক ল্যাবরেটরির এই দুটি দলে রয়েছেন ব্যালেস্টিক ও বায়োলজিক্যাল বিশেষজ্ঞরা। সাংবাদিকদের কাছে দলের পক্ষে কোনও মন্তব্য করা না হলেও জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন ফরেনসিক দল আসার কথা জানিয়েছেন।

আরও পড়ুন – পরকীয়ায় আপত্তি – গৃহবধূর ওপর এসিড হামলা ! আটক অভিযুক্ত প্রেমিক

তিনি বলেন, তদন্তের ফলে রহস্যের কিনারা খুব দ্রুত হবে। খুুনের দিন কর্তব্যে গাফিলতির অভিযোগে পাঁচ পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে। তাঁদের পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তবে এদিন গ্রেফতার হওয়া দীপক কান্দুর পরিবার দাবি করেছে, ও নির্দোষ। তারাও চাইছেন পুলিশ তদন্ত করে আসল খুনিকে ধরুক। ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার পর থেকে কংগ্রেস ও বামেরা নাগাড়ে আক্রমণ শানিয়েছে পুলিশ ও তৃণমূলের দিকে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন, খুনের ঘটনায় দোষীদের রাজনৈতিক রং দেখা হবে না। রবিবার ঝালদায় (Jhalda) বহু মানুষ মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে বলেছেন। মানুষ বলছেন, রাজ্য সরকার অপরাধীদের আড়াল করার চেষ্টা করলে তদন্ত এতদূর এগোত না। এদিন ফরেনসিক দল বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করে। তবে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেনি।

Latest article