সংবাদদাতা, রামপুরহাট : লালন শেখের মৃত্যুর তদন্তে রীতিমতো কোমর বেঁধে নেমে পড়ল সিআইডি। বৃহস্পতিবার রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে পৌঁছয় সিআইডির ফরেনসিক টিম। খুঁটিয়ে পরীক্ষা করেন শিবিরের বিভিন্ন জায়গা। লালনের ভাই জাহাঙ্গীর শেখকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। এদিকে মুখ্যমন্ত্রীর উপর এদিনও পূর্ণ আস্থা এবং ভরসার কথা জানিয়েছেন সিবিআই হেফাজতে মৃত লালনের স্ত্রী। তিনি চান না কোনওভাবে তাঁর স্বামীর মৃতদেহের আবার ময়নাতদন্ত হোক। সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী রণজিৎ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে রেশমা বিবি এ বিষয়ে একটি আবেদনও করেছেন।
আরও পড়ুন-উদ্বোধন হল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টুইট বার্তা মুখ্যমন্ত্রীর
হাইকোর্টের নির্দেশ ছিল কলকাতায় গিয়ে লালনের মৃতদেহের পুনরায় ময়না তদন্ত হবে। বৃহস্পতিবার রেশমা বিবি বলেন, আমার ভরসা আছে মুখ্যমন্ত্রীর উপর। আমি চাই, সিবিআই আধিকারিকরা, যারা আমার স্বামীর খুনে অভিযুক্ত, তাদের চরম শাস্তি হোক। পাশাপাশি, সিবিআই কবর থেকে তুলে লালন শেখের মৃতদেহের আবার ময়না তদন্তের জন্য আদালতে মামলা প্রসঙ্গে রেশমা বিবি বলেন, সিবিআই অনেক অত্যাঅচার করেছে। সে কথা আমি স্বামীর কাছে জানতে পারি। আমি চাই না কবর থেকে তুলে তার দেহ আবার কাটাছেঁড়া করুক সিবিআই। স্ত্রী হিসেবে আমি তার অনুমতি দেব না। এদিন আদালতের অনুমতি নিয়ে সিআইডি টিম মৃত লালন শেখের ভাই জাহাঙ্গীর শেখকে জেরা করে।
আরও পড়ুন-ভক্তিভরে পালিত হল মা সারদার জন্মতিথি
বুধবারই মুখ্য দায়রা বিচারক সৌভিক দের কাছে এই ব্যাপারে একটি অর্ডারের কপি জমা দেয় সিআইডি টিম। সরকারি আইনজীবী সুরজিৎ সিংহ জানান, ভিডিওগ্রাফির মাধ্যমে জাহাঙ্গীরকে জেরা করা হয়। সেই ভিডিও সিডি হাইকোর্টে পাঠানো হবে। বৃহস্পতিবার সিআইডির ফরেনসিক বিভাগের একটি দল সিবিআইয়ের অস্থায়ী শিবিরে পৌঁছে বিভিন্ন জায়গা খুঁটিয়ে পরীক্ষা করে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…