এলাকায় ফরেন্সিক দল গলসিকাণ্ডে ধৃত ৩৯

প্রসঙ্গত, উৎপলকে শনিবার রাতে পরিচিত একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরই কিছুটা দূরে মাথায় কুড়ুলবিদ্ধ তাঁর দেহ উদ্ধার হয়।

Must read

ব্যুরো রিপোর্ট : পুলিশের সদার্থক ভূমিকায় গলসিতে বড় ধরনের ঘটনা এড়ানো গেল। শনিবার রাতে সন্তোষপুর ঘোষপাড়ার মাছ ব্যবসায়ী উৎপল ঘোষের খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে পূর্ব বর্ধমানের গলসি। অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় জানান, সোমবার দুটি বাড়ি এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ আসার পরই শুরু হয় তদন্ত। অভিযুক্ত ৩৯ জনকে গ্রেফতার করে আদালতে তোলা হয়।

আরও পড়ুন-যানজটমুক্ত শহর চান পুরপ্রধান উলুবেড়িয়া

ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বিশেষ ফরেন্সিক দল। দলে রয়েছেন এক ফোটোগ্রাফার ও দু’জন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। প্রসঙ্গত, উৎপলকে শনিবার রাতে পরিচিত একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরই কিছুটা দূরে মাথায় কুড়ুলবিদ্ধ তাঁর দেহ উদ্ধার হয়। খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রামের বাসিন্দা মনোজ ঘোষকে গ্রেফতার করে পুলিশ

Latest article