প্রতিবেদন : মাধ্যমিক (Madhyamik) পরীক্ষায় নির্বিঘ্নে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এর মধ্যেই নিজেদের মতো করে পরিকল্পনা সাজিয়ে সমস্তরকম নিরাপত্তা জোরালো করেছে বন দফতর। পরীক্ষা শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে ডেটা ব্যাঙ্ক তৈরির কাজ শুরু করল বন দফতর। এর মাধ্যমে কোন জঙ্গলে কত হাতির দল রয়েছে সে-তথ্য পাওয়া যাবে। এছাড়াও হাতির পালের উপর নজরদারি চালাতে ড্রোন ও থার্মাল ক্যামেরা নামানো হয়েছে। যেখানে হাতির উপদ্রব বেশি সেখানে পরীক্ষার্থীদের বন দফতরের গাড়ি করে কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গ বন বিভাগের বনপাল এস কে মোলে জানিয়েছেন, জঙ্গল সংলগ্ন বনবস্তি, গ্রাম ও চা-বাগান এলাকা যেখানে হাতিদের করিডর রয়েছে সেখানে বাড়তি নজরদারি থাকছে। ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং রেঞ্জগুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- সাঁকরাইলে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র