নেওড়াভ্যালি নিয়ে উদ্যোগ বনদফতরের, কী কী ব্যবস্থা

Must read

১) লাভায় পৃথক অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের অফিস।
২) বনাধিকারিক পদমর্যাদার একজন ওয়ার্ডেন থাকবেন দফতরে।
৩) রেঞ্জ অফিসার, ডেটা এন্ট্রি ইত্যাদি পদে একজন করে কর্মী থাকবেন।
৪) বাঘের আবাসস্থল দেখাশোনার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণে জোর।

প্রতিবেদন : কালিম্পঙের নেওড়াভ্যালি (Neora Valley) জাতীয় উদ্যান নিয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে বনদফতর। লাভায় পৃথক অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের অফিস চালু করতে চলেছে। বনদফতর জানিয়েছে এই দফতরে সর্বোচ্চ পদে অতিরিক্ত বনাধিকারিক পদমর্যাদার একজন অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন থাকছেন। এছাড়া ফরেস্ট রেঞ্জ অফিসার, ডেটা এন্ট্রি ইত্যাদি পদে একজন করে কর্মী থাকবেন। বনকর্মীদের পাশাপাশি থাকছেন ২ জন সাধারণ কর্মীও। তবে জলপাইগুড়িতে গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনে থেকে লাভার অফিসের কাজ পরিচালনা হবে। উল্লেখ্য, নেওড়া ভ্যালি (Neora Valley) জাতীয় উদ্যান ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। লাভায় এই দফতরটি হলে নেওড়ায় বাঘের আবাসস্থল দেখাশোনার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও সুবিধা হবে। আপাতত অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন পদে অফিসারকে বন দপ্তরের অন্য ডিভিশন থেকে নিয়ে আসা হবে। রেঞ্জ অফিসার এবং বনকর্মীদের গরুমারা বন্যপ্রাণ বিভাগ থেকে পাঠানো হবে। নেওড়ার পাহাড়ি উচ্চতায় বনকর্মীরা থাকলেও কাছাকাছি একটি অফিসের প্রয়োজন ছিল। মোবাইল নেটওয়ার্ক কাজ করে না নেওড়ার জঙ্গলে। তাই খুব প্রয়োজনে সহজে ট্রেকিং করে লাভার অফিসে চলে আসতে পারবেন তাঁরা। তারপর কোনও নির্দেশের প্রয়োজন হলে লাভার অফিস থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন- বর্ষার মরশুমে দিঘা, মন্দারমণির সমুদ্রে নামায় সতর্কতা জারি

Latest article