প্রতিবেদন: নন্দনকানন থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা চারটি মাউস ডিয়ারকে দত্তক নিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। লুপ্তপ্রায় এই চারটি প্রাণীর যাবতীয় খরচের ভার নিলেন মন্ত্রী। শীত আসার আগেই পর্যটকদের জন্য সুখবর। পুজোর আগেই আলিপুর চিড়িয়াখানায় এলো নতুন অতিথি। ননন্দকানন থেকে বাংলায় আনা হয়েছে একাধিক নতুন বন্য প্রাণী। এরমধ্যে যেমন কমবয়সী বাঘ–সিংহ রয়েছে তেমনই রয়েছে মাউস ডিয়ার। বুধবার নন্দনকানন থেকে সোজা আলিপুরে এসেছে একজোড়া সিংহ, একটি বাঘিনী, দুটি মাদি হিমালয়ান ব্ল্যাক বেয়ার এবং দু’জোড়া মাউস ডিয়ার। তবে এখনই তাদের পর্যটকদের সামনে আনা হচ্ছে না। বরং পরিবেশের সঙ্গে খানিকটা খাপ খাইয়ে নিয়ে তারপর জনসমক্ষে আনা হবে নতুন অতিথিদের। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, এদের মধ্যে সবথেকে আকর্ষণীয় হতে চলেছে এই মাউস ডিয়ার। চোরাশিকারিদের অত্যাচারে হারিয়ে যেতে বসেছে শান্ত প্রাণীটি। দর্শকরা দেখতে পেলে খুব আনন্দ পাবে। আপাতত প্রত্যেকের জন্য আলাদা করে নাইট শেল্টার বরাদ্দ করা হয়েছে। একসপ্তাহ সেখানে তাঁদের রেখে যাত্রাপথের ক্লান্তি দূর করে যথাযথ পরিচর্যা করা হবে। এবার যাদের আনা হয়েছে, সেই বাঘিনী আর সিংহ জোড়ার বয়স ২ থেকে ৩ বছর। এই প্রসঙ্গে বন দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, এই প্রাণীগুলিকে কয়েকদিন পরেই প্রকাশ্যে আনা হবে। পুজোর আগে নতুন অতিথি আসায় পর্যটকদের মধ্যে আরও উৎসাহ বাড়বে। এর আগেও এই ধরনের অনেক প্রাণী নিয়ে আসা হয়েছে। চারটি মাউস ডিয়ারকে দত্তক নিয়েছি। আমি বলব এরকম ভাবে যদি কেউ এই প্রাণীগুলিকে দত্তক নিতে চান তাহলে তারা নিতে পারেন। এক্ষেত্রে কোনও ব্যক্তি কোনও প্রাণীকে দত্তক নিচ্ছেন তা সেই প্রাণীর খাঁচার সামনের বোর্ডে লেখা থাকবে।
আরও পড়ুন- ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার হার জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি