বন্দি বাঘ : মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা তুলে দিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা

প্রসঙ্গত, ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলায় আসে বাঘিনি জিনাত। তাকে ধরতে নাকানিচোবানি খেতে হয়েছিল বনকর্মীদের।

Must read

প্রতিবেদন : বন দফতরের কর্মী ও আধিকারিকদের তৎপরতায় খাঁচাবন্দি হয়েছিল বাঘিনি জিনাত (Zeenat)। ঘটনার পরই সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাঠিয়েছিলেন শুভেচ্ছাবার্তাও। শুক্রবার এক অনুষ্ঠানে ওই টিমের তিনজন আধিকারিকের হাতে মুখ্যমন্ত্রীর সেই বার্তা তুলে দিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। বাকিদের পুরুলিয়ায় অনুষ্ঠান করে দেওয়া হবে।

আরও পড়ুন-দিনের কবিতা

প্রসঙ্গত, ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলায় আসে বাঘিনি জিনাত। তাকে ধরতে নাকানিচোবানি খেতে হয়েছিল বনকর্মীদের। প্রায় দিন সাতেকের চেষ্টায় পাতা ফাঁদে পা দিয়ে বাঁকুড়ার জঙ্গলে খাঁচাবন্দি হয় জিনাত। বনকর্মীদের পরিশ্রমেই এই সাফল্য। পরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা হাতে পেয়ে খুশি কর্মী-আধিকারিকরা।

Latest article