সংবাদদাতা, হাবড়া : আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাইছি। চাইছি, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। কিন্তু বিজেপি সেটা চাইছে না। পায়ের তলার রাজনৈতিক মাটি হারিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এবার ভোটে ওরা ভোট লুট করবে। তাই বুথে বুথে আমাদের নজর রাখতে হবে। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিজের ভোট দিতে পারে সেই ব্যবস্থাই করতে হবে। রবিবার বিকেলে উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভা ক্ষেত্রের পৃথীবাতে প্রতিবাদসভায় বললেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Forest Minister Jyotipriya Mallick)। বললেন, বুথে পাঁচজন করে লোক নেই। অথচ পঞ্চায়েতে জেতার স্বপ্ন দেখছে। ভোট এলেই নাগরিকত্ব, সিএএ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। সিএএ-র নামে সবাইকে বেনাগরিক করবে, তারপর ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। মুখ্যমন্ত্রী সিএএ চালু করতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইনস্টিটিউশনের নাম, একটি শতাব্দীর নাম। আগামী ১০০ বছরেও এরকম আর একজন জন্মাবে না। ওঁর মস্তিষ্কপ্রসূত এক-একটি প্রকল্প সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। দুয়ারে সরকার প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিশেষ পুরস্কারও পেয়েছেন। পঞ্চায়েত স্তরে আমাদের দলের নেতা-নেত্রীরা যদি কোনও অন্যায় করে থাকি আমি জ্যোতিপ্রিয় মল্লিক (Forest Minister Jyotipriya Mallick) আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের অভিভাবক। ভুল কাজ করলে বকবেন, শাসন করবেন। তবে একটা অনুরোধ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। সরকারি প্রকল্পের কাজ থাকলে পঞ্চায়েত প্রধানের কাছে যান। কাজ না হলে আমাকে ফোন করবেন। আপনাদের কাজ করব বলেই আপনারা আমাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন। আর বিজেপি একটি ধ্বংসাত্মক দল। ওরা চাইছে এই সোনার বাংলাকে ধ্বংস করতে। অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় ছাড়াও ছিলেন হাবড়া পুরপ্রধান নারায়ণ সাহা, গোবিন্দ দাস প্রমুখ।
আরও পড়ুন-বিশ্বভারতী: পিছু হঠলেন উপাচার্য, তুলে নিলেন সাসপেনশন