সংবাদদাতা, হাবড়া : ‘মেধা আর উন্নয়ন নিয়ে কোনও সমঝোতা নয়। ২০২১ সালের বিধানসভা ভোট আর সম্প্রতি মিটে যাওয়া পুর নির্বাচনে যেভাবে এ রাজ্যের মানুষ আমাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করেছেন, তাতে করে আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। আমি আমাদের পুরপ্রধান, উপপ্রধান-সহ সকল পুর প্রতিনিধিকে বলেছি, যদি কোনও মানুষ পুরসভায় কোনও কাজে আসেন, তাহলে তাঁদের আগে জল, চা-বিস্কুট খাইয়ে তাঁদের কাজ আপনারাই করে দিন। আর যে মানুষরা আমাদেরকে ভোট দেননি, তাঁদের বাড়ি দিনে কুড়িবার করে যান। তাঁদেরকে ভাল করে বোঝান। তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্প নিয়ে আলোচনা করুন। দেখবেন, তাঁরাই একদিন আমাদেরকে সমর্থন করবেন। মানুষের সুখের দিনে সঙ্গী না হলেও মানুষের বিপদের দিনে তাদের পাশে দাঁড়ান। মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন, মানুষ তাঁকে আশীর্বাদ করছেন।’
আরও পড়ুন-দূষণমুক্ত পরিবেশ ফেরাবে প্রশাসন
শুক্রবার সকালে হাবরায় দুর্গাপুজোর খুঁটিপুজো, অবৈতনিক কোচিং ক্যাম্প ও রথযাত্রা উপলক্ষে একাধিক কর্মসূচিতে যোগ দিতে এসে বললেন বনমন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।