মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় শান্ত পরিবেশ ফিরে আসায় উদ্যোগ, ১২ বছর পর জঙ্গলমহলে বন অফিস

Must read

বারো বছর আগে মাওবাদীদের তাণ্ডবে বন্ধ হয়ে যায় অযোধ্যা পাহাড়তলির ঘাটবেড়া ফরেস্ট বিট অফিস। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের চেষ্টায় রক্তঝরা অধ্যায় পেরিয়ে শান্তি ফিরেছে জঙ্গলমহলে। সেই শান্ত পরিবেশে আবার চালু হল বিট অফিস। মঙ্গলবার নতুন রূপে সাজা অফিসের সূচনা করেন দক্ষিণবঙ্গের মুখ্য বনপাল মনসারঞ্জন ভট্ট। ছিলেন বন দফতরের কর্তারা। আপাতত এই অফিসে থাকবেন একজন বিট অফিসার, একজন ফরেস্ট গার্ড ও দু’জন বনসহায়ক।

আরও পড়ুন- দই-চিঁড়ে মেলায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য

উল্লেখ্য, ২০১০ সালের ২০ জুলাই মাওবাদী হামলার জেরে বন্ধ হয়ে যায় এই অফিসটি। সেই সময় মাওবাদীরা বন দফতরের অফিস ও কোয়ার্টারগুলিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। মাওবাদীদের আক্রমণে গুরুতর আহত হন বনকর্মী রবি হেমব্রম। পরে তাঁর মৃত্যু হয়। তখন থেকেই বন্ধ ছিল অফিসটি। ইতিমধ্যে রাজ্যে পালাবদল ঘটেছে। তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক চেষ্টায় বহু মাওবাদী সমাজের মূল স্রোতে ফিরে আসে। মাওমুক্ত হয় অযোধ্যা পাহাড়-সহ গোটা জঙ্গলমহল। বন দফতর জানায়, এলাকায় আরও সবুজায়ন ঘটানো হবে। ঘাটবেড়া গ্রামের বাসিন্দা, জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম বলেন, নাশকতা নেই, সৃষ্টি আছে। জঙ্গলমহলে সেই সৃষ্টিকার্যে নতুন মাইলফলক যুক্ত হল।

Latest article