জঙ্গলের অধিকার জনজাতিদের, আদিবাসীদের জমি কেউ কাড়তে পারবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

জঙ্গলের অধিকার জনজাতিদের হাতেই থাকা উচিত। আদিবাসীদের জমি এখন আর কেউ কাড়তে পারবে না। শুক্রবার বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী আয়োজিত অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি জানান, তৃণমূল আমলেই আদিবাসীদের জমির অধিকার সুনিশ্চিত হয়েছে।

তিনি জানান, সপ্তাহব্যাপী কলকাতার পাশাপাশি রাজ্য জুড়ে বিরসা মুন্ডার জন্মের সার্ধ শতবর্ষ উৎসব পালিত হশুক্রবার, উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরেই সরাসরি রাজারহাটের আদিবাসী ভবনের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।বে। অনুষ্ঠান চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। আগামী প্রজন্মের কাছে বিরসা মুন্ডার অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী জানান, ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে উজ্জ্বল নাম বিরসা মুন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “তাঁর আপোষহীন সংগ্রামের জন্যই তিনি বিরসা ভগবান নামে পরিচিত। তাঁর আন্দোলন দেখে আজকের মানুষ যাতে অনুপ্রাণিত হন, সেদিকে জোর দিয়েছে রাজ্য।“

আরও পড়ুন- ভিনরাজ্যের জালিয়াতি ধরছে বাংলার ‘রাফ অ্যান্ড টাফ’ প্রশাসন: ট্যাবের টাকা গায়েব নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলের অধিকার জনজাতিদের হাতেই থাকা উচিত। তিনি জানান, “এখন আর আদিবাসীদের জমি কেউ কাড়তে পারে না। আমাদের সরকারই জঙ্গলের অধিকার সেখানকার আদিবাসী মানুষদের হাতে পাকাপাকিভাবে তুলে দিয়েছে।“

এদিন আদিবাসী সম্প্রদায়ের হাতে মুখ্যমন্ত্রী যেমন ধামসা, মাদল তুলে দেন মুখ্যমন্ত্রী। আদিবাসী ছেলেমেয়েদের ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের কথা উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “গর্ব করে বলতে পারি আগামীদিনে এরা অলিম্পিক জিতবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা না পেলেও আমার আদিবাসী ভাই-বোনেরা সেই আশা পূরণ করবেই।“

Latest article