বাঘের খাঁচায় এবার স্থানীয়দের হাতে আটক বনকর্মীরা

এমন অভিযোগ তুলেই বন্দিপুর টাইগার রিজ়ার্ভ এলাকার বাফার জ়োনের বম্মালাপুরায় বনকর্মীদের বাসিন্দারা আটকে দেন।

Must read

কর্নাটকের (Karnataka) বন্দিপুর টাইগার রিজ়ার্ভ এলাকাতে বাঘ ধরার জন্য খাঁচা পেতেছিল বন দফতর। কিন্তু পাল্টা সেই খাঁচাতেই আটকে রাখা হল বনকর্মীদের। তাঁদের খাঁচার মধ্যে আটকে রাখলেন সেখানের বাসিন্দারাই। তাঁদের অভিযোগ গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে বাঘ। সেই বাঘের হামলায় আক্রান্ত হচ্ছে একের পর এক গবাদি পশু ও স্থানীয় বাসিন্দা। তারপরেও বন দফতর বাঘ ধরতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে না।

আরও পড়ুন-আকাশে ছুড়লেন টাকা, ঘুষ নিতে গিয়ে জালে দিল্লি পুলিশের আধিকারিক

এমন অভিযোগ তুলেই বন্দিপুর টাইগার রিজ়ার্ভ এলাকার বাফার জ়োনের বম্মালাপুরায় বনকর্মীদের বাসিন্দারা আটকে দেন। মঙ্গলবার বন বিভাগের কর্মীরা ওই এলাকায় গিয়েছিলেন। সেই সময়ে স্থানীয় বাসিন্দারা খাঁচার মধ্যে ১০ জন বন কর্মীকে ঢুকিয়ে তালা লাগিয়ে দেন। প্রসঙ্গত, এলাকায় বাঘের ছাপ দেখতে পেয়ে বন বিভাগকে জানানো হয়েছিল। এরপর সেখানে বাঘ ধরতে খাঁচা পাতে বন দফতর। তবে এখনও পর্যন্ত খাঁচায় বাঘ ধরা পড়েনি। বাসিন্দাদের দাবি, বাঘের ভয়ে তাঁরা আতঙ্কিত। তার পরেও ওই বাঘটিকে ধরার জন্য উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে না। এমনকী বাঘের হামলায় গবাদি পশুর মৃত্যু হলে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

আরও পড়ুন-রক্তের ক্যানসার

এমতাবস্থায় মঙ্গলবার ওই এলাকায় বনকর্মীদের দেখেই বাসিন্দাদের ক্ষোভ বেড়ে যায়। তাঁদের ঘেরাও করে খাঁচার মধ্যে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়। এই নিয়ে বন বিভাগের তরফে কিছু জানা যায়নি। কিন্তু এখানে আরও একবার প্রকট হচ্ছে বন দফতর ও প্রশাসনের গাফিলতির বিষয়। এতবার বলার পরেও কেন সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি এই নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Latest article