বৃক্ষনিধন: দিল্লির এলজির তীব্র নিন্দা সুপ্রিম কোর্টের

(ডিডিএ)’র একটি আবেদন আদালতে মুলতুবি থাকা সত্ত্বেও যথাযথ বিবেচনা ছাড়া যথেষ্ট গাছ কাটার অনুমতি দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর

Must read

প্রতিবেদন: দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ)’র একটি আবেদন আদালতে মুলতুবি থাকা সত্ত্বেও যথাযথ বিবেচনা ছাড়া যথেষ্ট গাছ কাটার অনুমতি দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর। এই কাজের জন্য দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনার তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-ভয়াবহ বন্যায় ভাসছে অসম ফুঁসছে ব্রহ্মপুত্র, মৃত ৯০

উল্লেখ্য, দক্ষিণ দিল্লির ছত্তরপুর এলাকার জঙ্গল এলাকায় আদালতের পূর্বনির্দেশ লঙ্ঘন করে লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে ডিডিএ প্রায় ১,১০০ গাছ কেটেছে বলে  অভিযোগ করেছে আম আদমি পার্টি। বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে ওঠে মামলাটি। আদালতের পূর্বানুমতি না নিয়ে গাছ কাটার ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নরের পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এই বিষয়ে লেফটেন্যান্ট গভর্নরের জড়িত থাকার বিষয়টি গোপন করার প্রচেষ্টার নিন্দা করেছে বিচারপতিরা বলেন, শুনানির প্রথম দিনেই জানানো উচিত ছিল যে তিনি গাছ কাটার নির্দেশ জারি করেছিলেন। তিনি তা করেননি। সুপ্রিম কোর্ট বলেছে, লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথাযথ চিন্তা প্রয়োগ করেননি। তিনি অনুমান করেছিলেন যে দিল্লি সরকারের গাছ অফিসারের ক্ষমতা রয়েছে। যা ঘটছে তা খুবই দুঃখজনক। আমাদের প্রথম দিনই বলা উচিত ছিল যে লেফটেন্যান্ট গভর্নর নির্দেশ দিয়েছেন। শীর্ষ আদালতের বেঞ্চ ভি কে সাক্সেনাকে প্রশ্ন করে, তিনি নিজেকে আদালত বলে মনে করেন কি না। ডিডিএ আধিকারিকরা কি তাঁকে জানিয়েছিলেন যে গাছ কাটার জন্য শীর্ষ আদালতের অনুমতি প্রয়োজন? বিচারপতি ওকা উল্লেখ করেছেন, আমার মনে হয় লেফটেন্যান্ট গভর্নর ভাবছেন তিনি নিজেই আদালত। বেঞ্চ মনে করে, ভি কে সাক্সেনা-সহ জড়িত সমস্ত পক্ষই ভুল করেছিল। আদালতে আসার পরিবর্তে এই ভুল ধামাচাপা দেওয়ার চেষ্টা করার জন্য সমালোচনা করে কোর্ট। লেফটেন্যান্ট গভর্নরের অনুমতির ভিত্তিতে গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল বা কিছু স্বাধীন সিদ্ধান্তও নেওয়া হয়েছিল কি না তা ব্যাখ্যা করতে ডিডিএকেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Latest article