উচ্চমাধ্যমিকে ফর্ম পূরণ সহজ করা হচ্ছে, আধার নম্বর বাধ্যতামূলক নয়

একই সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় জাতিগত শংসাপত্রও আর বাধ্যতামূলক থাকছে না। তবে, যাদের তা রয়েছে, তারা সেটি দিতে পারবে

Must read

প্রতিবেদন : এখন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার নম্বর বাধ্যতামূলক থাকছে না। একই সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় জাতিগত শংসাপত্রও আর বাধ্যতামূলক থাকছে না। তবে, যাদের তা রয়েছে, তারা সেটি দিতে পারবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায়।

আরও পড়ুন-সংবিধান বদল করে আরও ৫ বছর শীর্ষ পদে থাকার ছক জিনপিঙের

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু ছাত্রছাত্রীর যে আধার কার্ড বা জাতিগত শংসাপত্র নেই, সেটা সংসদের গোচরে এসেছে। তাই, আপাতত সেগুলি বাধ্যতামূলক হচ্ছে না। তবে, ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের জন্য এনরোলমেন্ট পূরণ করার সময় সেগুলি দাখিল করা বাধ্যতামূলক। এ-ও বলা হয়েছে, সংসদ যে পোর্টালটি চালু করেছে, তাতে আপাতত রেজিস্ট্রেশন ফর্ম জমা, সেই ফি প্রদান এবং পরীক্ষার ফি জমা দেওয়ার কাজ করা হবে। সংসদ এবং স্কুলের মধ্যে চলা অন্যান্য প্রশাসনিক কাজের জন্য অন্য পোর্টালও দ্রুত চালু করা হবে। প্রধান শিক্ষক সংগঠন এএসএফএইচএম সম্প্রতি সংসদ সভাপতি এবং সচিবকে এই সমস্যাগুলির কথা উল্লেখ করে স্মারকলিপি জমা দিয়েছিল। তাই, সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে, এই সংগঠনের দাবি অনুযায়ী সংসদ অবশ্য রেজিস্ট্রেশন জমা দেওয়ার সময়সীমা বাড়ায়নি।

Latest article