সিরাজের আগুনে ফর্মই কাঁটা সঞ্জুদের

একটা দল টানা তিনটে ম্যাচ জিতেছে।

Must read

আমেদাবাদ, ৮ এপ্রিল : একটা দল টানা তিনটে ম্যাচ জিতেছে। পিছিয়ে নেই প্রতিপক্ষ দলও। তারাও শেষ দুটো ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে। এই পরিস্থিতিতে বুধবার পরস্পরের মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস।
৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট। অন্যদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে রাজস্থান। তবে সঞ্জু স্যামসনদের চিন্তায় রাখছে মহম্মদ সিরাজের আগুনে ফর্ম। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন। সেই আফসোস আইপিএলে সুদে-আসলে মিটিয়ে নিচ্ছেন সিরাজ। ডানহাতি পেসারের ঝুলিতে ইতিমধ্যেই ৯ উইকেট। দারুণ ফর্মে রয়েছেন গুজরাটের স্পিনার সাই কিশোরও। তাঁর শিকার ৮ উইকেট। এছাড়া রশিদ খানের মতো স্পিনার রয়েছে গুজরাট শিবিরে।

আরও পড়ুন-নীতীশের রাজ্যে বিজেপি সভাপতির নিরাপত্তারক্ষী জওয়ানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার

গুজরাটের ব্যাটিংও দারুণ শক্তিশালী। শুভমন, জস বাটলার, সাই সুদর্শনরা নিয়মিত রান করে দলকে ভরসা দিচ্ছেন। স্লগ ওভারে ঝড় তোলার জন্য রয়েছেন শেরফানে রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়ারা। এদিকে, রাজস্থানের ব্যাটিং আবার ভীষণভাবে নির্ভর করছে অধিনায়ক সঞ্জু স্যামসনের উপরে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন সঞ্জু। বুধবার তাঁর ব্যাট থেকে বড় রান চাইছে দল। পাশাপাশি তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও, শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এছাড়া রিয়ান পরাগ, শিমরন হেটমেয়ার, নীতীশ রানারা রয়েছেন। বোলিংয়ে রাজস্থানের সেরা অস্ত্র জোফ্রা আর্চার। এছাড়া সন্দীপ শর্মা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানারা আছেন। শেষ পর্যন্ত কোন দল শেষ হাসি হাসে, সেটাই দেখার।

Latest article