মাল্টি মোডাল হাব গড়তে কমিটি গঠন

Must read

প্রতিবেদন : দূষণ এবং যানজট কমাতে ধর্মতলায় মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব (Multi-Modal Transport Hub) তৈরি করার কাজে গতি আনতে কমিটি গঠন করল রাজ্য সরকার। নবান্নে আজ ট্রান্সপোর্ট হাব তৈরির বিষয়টি নিয়ে আলোচনা করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক বসে। সেখানে পরিবহণ, পূর্ত, পরিবেশ, বিদ্যুৎ- সহ আটটি দফতরের সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া কলকাতা পুলিশ কমিশানর, মেট্রো, কেএমআরসিএল ও আরভিএনএলের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। ছিলেন সেনাহিনীর প্রতিনিধিও। বৈঠকে উপস্থিত সব ক’টি দফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই কমিটি আগামী দিনে ধর্মতলার মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব (Multi-Modal Transport Hub) তৈরির বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। রাইটস ট্রান্সপোর্ট হাবের মাস্টারপ্ল্যান তৈরির কাজ হাতে নিয়েছে। সেই কাজ দ্রুত করতে সরকারের তরফে রাইটসের কাছে অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতে জোকা-এসপ্ল্যনেড, ইস্ট-ওয়েস্ট এবং নর্থ-সাউথ তিনটি মেট্রোর সংযোগস্থল হতে চলেছে। ফলে সেখানে এখন যে সংখ্যক মানুষ যাতায়াত করেন তার তুলনায় অনেক বেশি মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই অন্যান্য যানবাহন বাড়ায় সেখানে দূষণের মাত্রাও বাড়বে। তা রোধেই এখানে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাবের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন- তৈরি হবে অভিন্ন কর্মসূচি, মঞ্চের নাম নিয়েও সিদ্ধান্ত আজ

Latest article