প্রতিবেদন : বড় দুর্নীতির অভিযোগ উঠল কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী তথা শীর্ষ সিপিএম নেতা পিনারাই বিজয়নের মেয়ে টি বীণার বিরুদ্ধে৷ তাঁর মালিকানাধীন সংস্থা এক্সালজিকের মাধ্যমে বেআইনি লেনদেন ও আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ৷ শুক্রবার রাতে এই দুর্নীতির ইস্যুতে তিন সদস্যের একটি দলকে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক ৷
আরও পড়ুন-সন্তানের মৃত্যুর পরও থানার ভিতর স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া সূচনার
বীণার কোম্পানির তদন্তের জন্য নিযুক্ত দলটিতে কর্নাটকের ডেপুটি রেজিস্ট্রার বরুণ বি এস, চেন্নাইয়ের ডেপুটি ডিরেক্টর কে এম শঙ্করনারায়ণ এবং পণ্ডিচেরির রেজিস্ট্রার এ গোকুলনাথ অন্তর্ভুক্ত হয়েছেন। চার মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক। গত ১২ জানুয়ারি জারি করা আদেশ অনুযায়ী, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানি আইন ২০১৩-এর ধারা ২০৬ (৪) এর অধীনে এক্সালজিক সলিউশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে তদন্ত করে দুর্নীতি সংক্রান্ত প্রমাণ পাওয়া গিয়েছে। কেরলে খোদ বাম মুখ্যমন্ত্রীর পরিবারের এই দুর্নীতির ঘটনা সামনে আসতেই সরব হয়েছে বিরোধীরা।
আরও পড়ুন-শীর্ষে যোগীরাজ্য, অনিয়মের অভিযোগে নোটিশ
পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী-কন্যা বীণাকে বেআইনিভাবে আর্থিক লাভ এবং সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ এনেছে বাম বিরোধী দলগুলি। বীণার কোম্পানিকে বেআইনিভাবে অর্থ পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। লোকসভা ভোটের আগে কেরলে বাম সরকারের বিরুদ্ধে দুর্নীতির অস্ত্রে শান দিচ্ছে কংগ্রেস ও বিজেপি। কথায় কথায় অন্য দলের দিকে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হওয়া বাম নেতারা কেরলে নিজেদের সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তুমুল অস্বস্তিতে পড়েছেন।