প্রতিবেদন : মাদক পাচারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন এয়ার ইন্ডিয়ার এক প্রাক্তন পাইলট। মুম্বইয়ের একটি গুদামঘর থেকে উদ্ধার হয়েছে মেফাড্রোন নামে ৬০ কেজি মাদক। ওই মাদকের দাম ১২০ কোটি টাকারও বেশি। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে আছে এয়ার ইন্ডিয়ার ওই প্রাক্তন পাইলট। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো এই খবর দিয়েছে। এনসিবির তদন্তকারীদের অনুমান, মাদক কারবারিরা একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ।
আরও পড়ুন-বাংলা ছবির লক্ষ্মীরা
চলতি সপ্তাহেই গুজরাতের জামনগর থেকেও উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ মাদক। গ্রেফতার হয়েছিল ৪ জন। গুজরাতের ওই ঘটনার সঙ্গে মুম্বইয়ের ঘটনার যোগ রয়েছে বলে খবর। মাদক পাচারকারীদের এই জাল কত দূর বিস্তৃত তারই অনুসন্ধান করছেন এনসিবির তদন্তকারীরা। গ্রেফতার হওয়া এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমান চালক সোহেল গফ্ফর কয়েক বছর আগেই চাকরি ছেড়ে দেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই তিনি পাইলটের কাজে ইস্তফা দেন। সোহেল আমেরিকায় প্রশিক্ষণপ্রাপ্ত। মাদক পাচার মামলার তদন্তে নেমে এনসিবি জানতে পেরেছে, বাজারে ২২৫ কেজি মেফাড্রোন পাঠানো হয়েছে। যার মধ্যে ৬০ কেজি উদ্ধার হল।
আরও পড়ুন-নোবেলের মঞ্চ মিলিয়ে দিল রাশিয়া-ইউক্রেনকে শান্তি পুরস্কার দুই দেশের মানবাধিকার সংগঠনকে
উল্লেখ্য, অগাস্ট মাসে মুম্বইয়ে ৭০০ কিলোগ্রাম নিষিদ্ধ মেফাড্রোন বাজেয়াপ্ত করেছিল পুলিশ। যার বাজার মূল্য ১ হাজার ৪০০ কোটি টাকা। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার হয়েছে। মুম্বই ছাড়াও সেপ্টেম্বরেই দিল্লিতে ১ হাজার ২০০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। তবে সম্প্রতি দেশের গেটওয়ে অফ ড্রাগস হয়ে উঠছে নরেন্দ্র মোদির গুজরাত।