আবারও কংগ্রেসে ভাঙন অসমে। সুস্মিতা দেবের পর এবার তৃণমূল কংগ্রেসের পথে অসমের আরেক সাংসদ। তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বোরা। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পতাকা তুলে নেন রিপুন বোরা। একটি চিঠি দিয়ে কংগ্রেস অধ্যক্ষা সোনিয়া গান্ধীকে তাঁর দল তাদের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। ১৯৭৬ সাল থেকে কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন রিপুন বোরা। উত্তর-পূর্ব ভারতে ক্রমশই শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন – বালিগঞ্জে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের জামানত বাজেয়াপ্ত, বালিগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট বাবুলের
উল্লেখ্য, কিছুদিন আগেই অসমের রাজ্যসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছিলেন রিপুন বোরা। সোনিয়া গান্ধীকে লেখা ইস্তফাপত্র ছাড়ার কারণ হিসেবে মূলত একের পর এক ভুল সিদ্ধান্ত ও অন্তর্কলহকে দায়ী করেছেন কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। কিন্তু কংগ্রেস বিজেপির মূল বিরোধী শক্তি হয়ে উঠতে পারেনি বলে আশাহত তিনি, একথাও উল্লেখ করেছেন চিঠিতে। আজ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এই নেতা। এর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করেছেন অসমের আরেক প্রাক্তন সংসদ সুস্মিতা দেব। ইতিমধ্যে মেঘালয়েও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুল সাংমা সহ কংগ্রেসের ১২ জন বিধায়ক।
অভিষেক তাঁর নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ”রিপুন বোরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। একজন দৃঢ়চেতা এবং দক্ষ রাজনীতিবিদ, আজ তৃণমূল পরিবারে যোগদান করলেন। তাঁকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। জনগণের উন্নতির স্বার্থে আমরা একসঙ্গে কাজ করতে উগ্রিব।”

