বঙ্গ

তরুণীর সঙ্গে প্রেমে পেট্রোল পাম্প কেনার প্রতিশ্রুতি, ধৃত প্রাক্তন বিএসএফ

বড় সাফল্য গড়িয়াহাট থানার পুলিশের। প্রেমের ফাঁদে ফেলেছিলেন এক তরুণীকে। তারপরেই প্রতারণার অভিযোগ উঠল প্রাক্তন বিএসএফ জওয়ানের (BSF) বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় ওই প্রাক্তন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ জানানো হয়েছিল এক মহিলাকে প্রেমের বাহানায় নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি তরুণীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পেট্রোল পাম্প কিনে দেবেন। সেই অজুহাতেই হাতিয়ে নিয়েছেন ২৯ লক্ষ টাকা। টাকা পাওয়ার পরেই হঠাৎ উধাও হয়ে যান অভিযুক্ত। প্রায় দেড় বছর ধরে গা-ঢাকা দিয়ে অবশেষে ধরা পড়ল পুলিশের জালে। জানা গিয়েছে বেহালার এক মিষ্টির দোকানে ছদ্মবেশে কাজ করছিলেন ওই জওয়ান।

আরও পড়ুন-জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তরুণীর

পুলিশ সূত্রে খবর, ধৃত প্রাক্তন বিএসএফ এর নাম গৌতম হালদার। তাঁর বাড়ি নদিয়ার তেহট্টে। রাজারহাটে বিএসএফের কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। গড়িয়াহাটের ডোভার লেনে এক অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে আলাপ হয় তাঁর আর তারপর থেকেই সম্পর্ক গড়ায় প্রেমে। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে মহিলাকে একসঙ্গে ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। সাথে একটি পেট্রোল পাম্প কেনার কথাও বলা হয়। অগ্রিম টাকার প্রয়োজন বলে প্রায় ২৯ লক্ষ টাকা নেন গৌতম। টাকা হাতে পাওয়ার পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন করে তাঁকে আর খুঁজে পাওয়া যায় নি বলে জানান মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নামে গড়িয়াহাট থানার পুলিশ। দেখা যায় গৌতমের মোবাইল বহুদিন ধরেই বন্ধ। তবে তার কিছু পরিচিতর কল লিস্ট ঘেঁটে পুলিশ দেখতে পায় অন্য নম্বর ব্যবহার করে তিনি পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেখান থেকেই খবর পাওয়া যায় বেহালার বুড়োশিবতলায় এক মিষ্টির দোকানে ম্যানেজারের কাজ করছেন তিনি।

আরও পড়ুন-মুখভার আকাশের! দফায় দফায় বৃষ্টি শহরে

এরপরেই ওসি অঞ্জন সেনের নির্দেশে ও অভিষেক সিংয়ের নেতৃত্বে দোকানে হানা দিয়ে সেখান থেকেই গ্রেফতার করা হয় গৌতম হালদারকে। দেড় বছর আগে গৌতম নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী নদিয়ার তেহট্ট থানায় একটি মিসিং ডায়েরি করেছিলেন। বিএসএফ গোয়েন্দারাও তাঁকে খুঁজছিলেন বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রতারণার টাকার হদিস পাওয়া যায়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই টাকার সন্ধান চালানো হচ্ছে। প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং পলাতক থাকার অভিযোগে গৌতম হালদারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

47 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago