রাজনীতি

গোয়ায় ভাঙন বিজেপিতে – পদ্মশিবির ছাড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত

বিধানসভা নির্বাচনের আগে গোয়ার বিজেপি শিবিরে আবারও ভাঙন। বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পরেসকর (Laxmikant Parsekar) ইস্তফা দিতে চলেছেন প্রবীণ বিজেপি নেতাকেও নির্বাচনী টিকিট দেয়নি দল। সূত্রের খবর, সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন সংবাদ সংস্থাকে লক্ষ্মীকান্ত বলেন, আমি বিকেলের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেব। ২০১৭ সালে মান্দ্রেম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন লক্ষ্মীকান্ত পরেসকর। তবে সে বছর তাঁকে পরাজিত করেন তৎকালীন কংগ্রেস প্রার্থী দয়ানন্দ সোপ্তে। কিন্তু, ২০১৯ সালে দয়ানন্দ বিজেপিতে যোগ দেন এবং ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তিনি। এ বছরও প্রার্থী হিসেবে তাঁকে মনোনীত করেছে পদ্ম শিবির।

আরও পড়ুন – গোয়ার ভালোর জন্য তৃণমূল কংগ্রেসের হাত ধরার বার্তা, সনিয়া গাঁধীকে খোলা চিঠি তৃণমূল কংগ্রেস নেত্রী নাফিসা আলির

সম্প্রতি মনোহর-পুত্র উৎপল পররিকরকে টিকিট না দেওয়ায়, তিনিও ক্ষুব্ধ হয়েছিলেন। বিজেপির সঙ্গে দ্বিমত হয় তাঁর। ‘ঠিক সময় অবস্থান স্পষ্ট করব’,বলে উৎপল জানান তিনি ভোটে লড়লে পানাজি থেকেই লড়বেন। এমনকী প্রচারও শুরু করেন। এরপর তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনা তুঙ্গে ওঠে। এদিকে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও তাঁকে দলে আসার আমন্ত্রণ জানান। কিন্তু, শুক্রবার যাবতীয় জল্পনায় জল ঢেলে উৎপল বলেন, তিনি নির্দল প্রার্থী হিসেবেই ভোটযুদ্ধে লড়তে চেয়েছিলেন। এবার লক্ষ্মীকান্তও (Laxmikant Parsekar) একই রাস্তায় হাঁটবেন না তিনি অন্য দলে যোগ দেবেন, তা নিয়ে চলছে জল্পনা।

নেতা দেবেন্দ্র ফড়নবীশ অবশ্য উৎপলকে দল না ছাড়ার আবেদন করেছিলেন। তিনি বলেন, ‘আমাদের মনে হয়, ওঁর উচিত বিষয়টি মেনে নেওয়া। বিজেপি সবসময় পরিকর পরিবারকে শ্রদ্ধার চোখে দেখেছে।’ ভোটমুখী গোয়ায় কোনওভাবেই যাতে দলে না ভাঙন ধরে সেই জন্য চেষ্টা চালাচ্ছিল বিজেপি। গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রানে বলেছিলেন, ‘আপনি কারও ছেলে বলে সবরকম ইচ্ছেপূরণ করা যায় না। গোয়ায় বিজেপির ভিত তৈরি করেছিলেন ওঁর বাবা। আমার মতে, ওঁর দলবিরুদ্ধ আচরণ করা উচিত নয়’।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago