রা‌জ্য মানবাধিকার কমিশনের দায়িত্বে প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়?

Must read

রা‌জ্য মানবাধিকার কমিশনের পরবর্তী প্রশাসনিক সদস্য হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় (Basudeb Banerjee)। কমিশনের বর্তমান প্রশাসনিক সদস্য নাপরাজিত মুখোপাধ্যায়। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিতে চলেছেন। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজির স্থলাভিষিক্ত হতে চলেছেন বাসুদেববাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফর সেরে ফিরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নবান্নে প্রশাসনিক সূত্রে এখবর জানা গিয়েছে।

বাসুদেব বন্দ্যোপাধ্যায় (Basudeb Banerjee) মুখ্যসচিব পদ থেকে অবসরের পর রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের দায়িত্বে ছিলেন। স্বরাষ্ট্রসচিব হিসেবেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিন সদস্য বিশিষ্ট রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, বিচারবিভাগীয় সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টেরই অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমিতা মিত্র এবং প্রশাসনিক সদস্য হিসেবে রয়েছেন নাপরাজিত মুখোপাধ্যায়। পাঁচ বছর করে মোট দু’দফায় দশ বছর নাপরাজিত মুখোপাধ্যায় রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে গুলি দুষ্কৃতীদের

উল্লেখ্য, এক দশক পর কমিশনের প্রশাসনিক সদস্য পদে বদল আসতে চলেছে। তবে আইন সংশোধন হওয়ার পর বর্তমানে তিন বছর করে দু’দফায় সর্বোচ্চ মোট ৬ বছর এই পদে থাকতে পারবেন সংশ্লিষ্ট পদাধিকারী।

Latest article