রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা?

Must read

নতুন রাজ্য নির্বাচন কমিশনারের অধীনেই হতে চলেছে পঞ্চায়েত ভোট। চলতি মাসেই অবসর নিচ্ছেন বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার। আইন অনুযায়ী তাঁর মেয়াদ বাড়ানোর আর অবকাশ নেই। প্রশাসনিক সূত্রে খবর, তাই নতুন কমিশনারের নাম স্থির করে ফেলেছে নবান্ন। স্থির হয়েছে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা (Former chief secretary Rajiva sinha)। নবান্ন সূত্রে খবর তাঁর নামই চূড়ান্ত করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে সম্মতি নেওয়ার জন্য ফাইল ইতিমধ্যে চলে গিয়েছে। বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ ২৮ শে মে শেষ হয়ে যাচ্ছে। আগামী মাসের শুরুতেই নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেবেন। তাঁর অধীনেই পরিচালিত হবে পঞ্চায়েত ভোট। রাজীব সিনহা এখন রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন এর দায়িত্ব রয়েছেন।

আরও পড়ুন- এগরা বিস্ফোরণকাণ্ড: ওড়িশা থেকে গ্রেফতার ভানু বাগ-সহ ৩ 

বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ গত ২৮ মার্চই তাঁর মেয়াদ শেষ হয়েছিল। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই আইনমাফিক রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ দু’মাস বাড়ানো হয়। বর্তমান আইনে তাঁর মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। তাই এখনই রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে না। নতুন নির্বাচন কমিশনার (Former chief secretary Rajiva sinha) এর নিয়োগের পর সরকার পঞ্চায়েত ভোট নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে বলে নবান্নের কর্তাদের একাংশের দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা কর্মসূচি শেষ হচ্ছে জুনের শেষ সপ্তাহে। তারপরই রাজ্য সরকার পঞ্চায়েত ভোট নিয়ে সিদ্ধান্ত নেবেন বলেই মনে করা হচ্ছে।

Latest article