প্রয়াত দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিংহ

শনিবার রাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কে নটবর সিংহ (Natwar Singh)

Must read

শনিবার রাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কে নটবর সিংহ (Natwar Singh)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে ২২ বছর বয়সে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ব্রিটেনে ভারতের ডেপুটি হাই কমিশনার হিসাবে কর্মরত ছিলেন তিনি। ১৯৮০ সালে তাঁকে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে পাকিস্তানে পাঠানো হয়।

আরও পড়ুন-দিনের কবিতা

যদিও পরে তিনি রাজনীতিতে যোগ দেন। মনমোহন সিংহের মন্ত্রিসভায় নটবর বিদেশমন্ত্রী ছিলেন। রাজীব গান্ধীর মন্ত্রিসভাতেও প্রথমে ইস্পাত, খনি, কয়লা ও কৃষি মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং পরে বিদেশ প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত ছিলেন কে নটবর সিংহ। তিনি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসাবে বেশ পরিচিত ছিলেন।

 

Latest article