৫ বছরের সাজা, জেলে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি

পপস্টার স্ত্রী কার্লা ব্রুনির হাত ধরে বেরিয়ে প্যারিসের জেলে গেলেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। পাঁচ বছরের জেলের সাজা হয়েছে তাঁর

Must read

প্যারিস : পপস্টার স্ত্রী কার্লা ব্রুনির হাত ধরে বেরিয়ে প্যারিসের জেলে গেলেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। পাঁচ বছরের জেলের সাজা হয়েছে তাঁর। নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে বেআইনিভাবে তহবিল সংগ্রহে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনও ফরাসি শীর্ষস্তরের রাজনৈতিক নেতা জেলে গেলেন। ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশের প্রাক্তন প্রধান এর আগে জেলে যাননি। এদিক থেকে রেকর্ড গড়লেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট।

আরও পড়ুন-জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী

মঙ্গলবার দক্ষিণ প্যারিসের ল সাঁতে জেলে প্রবেশ করেন সারকোজি। আপাতত পাঁচ বছর ওটাই তাঁর ঠিকানা হবে। জেলে প্রবেশের সময়ে উপস্থিত সাংবাদিকদের ছবি তুলতে বারণ করে দেন দক্ষিণপন্থী এই নেতা। জানিয়েছেন, তিনি নির্দোষ। বিচারের নামে বিরাট কেলেঙ্কারি হয়েছে। সারকোজির পুত্র এবার মেয়র নির্বাচনের প্রার্থী। বাবার উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে জনগণকে এগিয়ে আসার ডাক দিয়েছেন তিনি। এদিন জেলে যাওয়ার সময় সারকোজির স্ত্রী-সন্তানরা তাঁর পাশে ছিলেন। অনেক সাধারণ মানুষকে সারকোজির নামে স্লোগান দিতে দেখা যায়।

Latest article