প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi) । রবিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সূত্রের খবর ডিসেম্বর মাস থেকেই উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর হাত ভেঙে গিয়েছিল।কিন্তু শ্বাসকষ্টের সমস্যা নিয়েই তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। গত সপ্তাহে তাঁকে বাড়ি নিয়ে আসা হয়।
আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ পর্ষদের, প্রতি কেন্দ্রে এবার সিসিটিভি
আজ, রবিবার ভোর ৫টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্য়াগ করেন। পশ্চিমবঙ্গের ২০ তম রাজ্য়পাল (Governor) ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী গত ৮ ডিসেম্বর বাথরুমে পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়। এরপর খেতে সমস্যা হচ্ছিল তাঁর। গত ৩১ ডিসেম্বর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সমস্যা হয়। মূত্রের সমস্যাও দেখা দেয়। দ্রুত তাঁকে প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আজ ভোর পাঁচটা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্য়াগ করেন। উল্লেখ্য তিনি দুইবার করোনা আক্রান্তও হয়েছিলেন।