বাঙুর হাসপাতাল (Bangur Hospital) থেকে নিখোঁজ হয়ে গেলেন চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মী। বিকেলে দেখা করার সময় হাসপাতালে এসে রোগীর পরিবার দেখেন বেডে নেই রোগী। গোটা হাসপাতাল খুঁজেও তাকে পাওয়া যায়নি। দেখা গেল সম্পূর্ণ বিষয়টা জানেই না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর পরিবারের থেকে জানতে পেরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হয়। দেখা যায়, হাসপাতাল থেকে দুপুরে বেরিয়ে যাচ্ছেন ৮০ বছরের বৃদ্ধ রোগী। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মীর নাম বাদলচন্দ্র দাস। লেক গার্ডেন্সের লস্করপুরের বাসিন্দা বাদলচন্দ্র দাস। খবর পেয়ে তদন্তে নেমেছে লালবাজার। দোলের দিন তিনি নিখোঁজ হয়ে যান।
আরও পড়ুন-ঢাকুরিয়া ঝুপড়িতে আগুন, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল
এরপর দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক। ২০০৩ সালে তাঁর চাকরি থেকে অবসর হয়। গত কয়েক বছর ধরে সবকিছু ভুলে যাচ্ছিলেন তিনি। সেই সংক্রান্ত সমস্যা নিয়ে বাঙুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বৃদ্ধ। ২৪ মার্চ বাঙ্গুর হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বেডে ভর্তি করা হয় তাঁকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকেল ৪টে ৫৫ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। হাতে রয়েছে জলের বোতল। কিন্তু এভাবে হাসপাতাল থেকে কেউ বেরিয়ে যেতে পারেন কিনা এই নিয়ে থেকে যাচ্ছে পরিবারের প্রশ্ন। গল্ফগ্রিন থানায় খবর দেন পরিবার। মিসিং ডায়েরি করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।