জাতীয়

জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত, শোকের ছায়া রাজনৈতিক মহলে

প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক (Satyapal Malik)। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শোকের ছায়া রাজনৈতিক মহলে।

সত্যপাল মালিক ২০১৮ সালের অগাস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার সময়কালে ৫ অগাস্ট ২০১৯ তারিখে ৩৭০ ধারা এবং রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। আজ এই সিদ্ধান্তের ষষ্ঠ বছর। পরে তিনি গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীতে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, ২০১৭ সালে, তিনি কিছুদিনের জন্য বিহারের রাজ্যপালের পদটি পালন করেছিলেন।

আরও পড়ুন- ১২ শতাংশ বাড়ল জিএসটি আদায়, বাংলার অর্থনীতির গৌরবের খতিয়ান পেশ মুখ্য়মন্ত্রীর

সত্যপাল মালিকের (Satyapal Malik) রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭০ সালে। তাঁর কর্মজীবনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে এগিয়ে যান। যার মধ্যে রয়েছে চরণ সিংয়ের ভারতীয় ক্রান্তি দল, কংগ্রেস এবং ভিপি সিংয়ের নেতৃত্বাধীন জনতা দল, ২০০৪ সালে বিজেপি।

১৯৭৪ সালে তিনি ভারতীয় ক্রান্তি দলের টিকিটে বাগপতের প্রতিনিধিত্ব করে উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য হন। পরে তিনি লোক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮০ এবং ১৯৮৯ সালে উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ হন। উচ্চকক্ষে তার দ্বিতীয় কার্যকাল ছিল কংগ্রেসের সাংসদ হিসেবে।

১৯৮৭ সালে, বোফর্স কেলেঙ্কারি ইস্যুতে সত্যপাল মালিক রাজ্যসভা এবং কংগ্রেস থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে তার নিজস্ব রাজনৈতিক দল, জন মোর্চা, প্রতিষ্ঠা করেন, যা পরে ১৯৮৮ সালে জনতা দলের সাথে মিলে যায়।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago